কলকাতা, 8 জুন : জাতীয় গ্রন্থাগারের দলীয় কর্মসূচি করে নিয়ম ভেঙেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ বুধবার এই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । তাদের বক্তব্য, লাইব্রেরি বা গ্রন্থাগার জ্ঞান বিকাশের জায়গা, রাজনীতির খোলামঞ্চ নয় । তাই জাতীয় গ্রন্থাগার কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণাধীন হলেও এটি সর্বভারতীয় সেন্টার ফর এক্সিলেন্সের মধ্যে একটি । সেখানে দলীয় বৈঠক করা শুধু অনৈতিক নয়, বেআইনি বলে মনে করছে ঘাসফুল শিবির ।
এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (AITC Leader Jayprakash Majumder) বলেন, ‘‘যেভাবে জাতীয় গ্রন্থাগারে দলীয় বৈঠক করা হচ্ছে, তা শুধু অনৈতিক নয় বেআইনিও । কারণ, জাতীয় গ্রন্থাগার দু’শো বছরের বেশি পুরনো, ঐতিহ্য সম্পন্ন হেরিটেজ ভবন এবং সংরক্ষিত জায়গা । দেশের যতগুলি সেন্টার ফর এক্সিলেন্স রয়েছে, তার মধ্যে জাতীয় গ্রন্থাগারও (National Library) অন্যতম । সেখানকার নিয়মকানুন অনুযায়ী কোনও রাজনৈতিক অনুষ্ঠান সেখানে করা যায় না । শুধু বিজেপি (BJP) কেন, কোনও রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচির জন্য এই ঐতিহ্যবাহী ভবনের কোনও অংশকে ব্যবহার করতে পারে না ।’’