পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC slams BJP : জাতীয় গ্রন্থাগারে দলীয় বৈঠক করে নিয়ম ভাঙছে বিজেপি, অভিযোগ তৃণমূলের - National Library

বঙ্গ সফরে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ তিনি বুধবার দলের বৈঠক করেন কলকাতার জাতীয় গ্রন্থাগারে ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷

tmc-slams-bjp-on-organizing-party-meeting-at-national-library
TMC slams BJP : জাতীয় গ্রন্থাগারে দলীয় বৈঠক করে নিয়ম ভাঙছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

By

Published : Jun 8, 2022, 5:48 PM IST

Updated : Jun 8, 2022, 7:45 PM IST

কলকাতা, 8 জুন : জাতীয় গ্রন্থাগারের দলীয় কর্মসূচি করে নিয়ম ভেঙেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ বুধবার এই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । তাদের বক্তব্য, লাইব্রেরি বা গ্রন্থাগার জ্ঞান বিকাশের জায়গা, রাজনীতির খোলামঞ্চ নয় । তাই জাতীয় গ্রন্থাগার কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণাধীন হলেও এটি সর্বভারতীয় সেন্টার ফর এক্সিলেন্সের মধ্যে একটি । সেখানে দলীয় বৈঠক করা শুধু অনৈতিক নয়, বেআইনি বলে মনে করছে ঘাসফুল শিবির ।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (AITC Leader Jayprakash Majumder) বলেন, ‘‘যেভাবে জাতীয় গ্রন্থাগারে দলীয় বৈঠক করা হচ্ছে, তা শুধু অনৈতিক নয় বেআইনিও । কারণ, জাতীয় গ্রন্থাগার দু’শো বছরের বেশি পুরনো, ঐতিহ্য সম্পন্ন হেরিটেজ ভবন এবং সংরক্ষিত জায়গা । দেশের যতগুলি সেন্টার ফর এক্সিলেন্স রয়েছে, তার মধ্যে জাতীয় গ্রন্থাগারও (National Library) অন্যতম । সেখানকার নিয়মকানুন অনুযায়ী কোনও রাজনৈতিক অনুষ্ঠান সেখানে করা যায় না । শুধু বিজেপি (BJP) কেন, কোনও রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচির জন্য এই ঐতিহ্যবাহী ভবনের কোনও অংশকে ব্যবহার করতে পারে না ।’’

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য

জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, ‘‘যেহেতু বিজেপি কেন্দ্রের শাসক দল এবং জাতীয় গ্রন্থাগার কেন্দ্রীয় সংস্থা, তাই কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই এই সংস্থাকে অপব্যবহার করা হচ্ছে । এই অপব্যবহার যেমন অনৈতিক, একই সঙ্গে বেআইনিও বটে । কারণ, পেছনের দরজা দিয়ে এই বৈঠক করা হচ্ছে । যেহেতু বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, তাই জাতীয় গ্রন্থাগারের মতো ঐতিহ্যবাহী জায়গাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলার মানুষ হিসাবে এই ঐতিহ্যবাহী সংস্থার রাজনৈতিক ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না । আমার মনে হয়, এটা শুভবুদ্ধি সম্পন্ন কোনও মানুষ মেনে নিতে পারবেন না । আসলে এটা বিজেপির অসাংবিধানিক বেআইনি আধিপত্য বিস্তারের প্রচেষ্টা ।’’

আরও পড়ুন :Nadda takes Dilip along: মানভঞ্জন করে বঙ্গে দিলীপকে সফরসঙ্গী করলেন নাড্ডা

Last Updated : Jun 8, 2022, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details