পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Demands Suvendu Arrest : শুভেন্দুর গ্রেফতারের দাবিতে পথে নামছে তৃণমূল, কটাক্ষ সুজনের - শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল (Trinamool Congress) ৷ বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে আগামী সোমবার মিছিল করবে শাসক দল ৷ তৃণমূলের এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছেন বামনেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ৷

tmc-set-to-organise-rally-demanding-suvendu-adhikari-arrest
TMC Demands Suvendu Arrest : শুভেন্দুর গ্রেফতারের দাবিতে পথে নামছে তৃণমূল, কটাক্ষ সুজনের

By

Published : Jun 25, 2022, 7:23 PM IST

কলকাতা, 25 জুন : সারদাকর্তা সুদীপ্ত সেন (Saradha Scam Accused Sudipta Sen) শুক্রবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন । তিনি বলেন, ‘‘বিভিন্ন প্রকল্প পাস করিয়ে দেওয়ার টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) । তাও আবার 'ব্ল্যাকমেল' করে !’’ এই ইস্যুকে হাতিয়ার করে এবং আরও কয়েকটি দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতার গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস (TMC set to organise Rally demanding Suvendu Adhikari Arrest) । আগামী সোমবার 27 জুন রাজ্যর বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন সংগঠন মিছিল, বিক্ষোভ হবে । শনিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "চোর, তোলবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে । এই দাবিতে সোমবার পথে নামছে তৃণমূল ।"

সূত্রের খবর, তৃণমূল (Trinamool Congress) ছাত্র যুব সংগঠন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থেকে বিকেল 3টে নাগাদ মিছিল করবে । সেই মিছিলে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (TMC MLA Babul Supriyo), কুণাল ঘোষ, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্যরা উপস্থিত থাকবেন । পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও বিক্ষোভ, মিছিল হবে । সেই মিছিলের নেতৃত্বে থাকবেন মানস ভূঁইয়া ও শিউলি সাহা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা ।

শুভেন্দুর বাড়ি যেখানে, সেই কাঁথিতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানাবে তৃণমূল । অখিল গিরি-সহ অন্যান্য নেতৃত্ব সেই মিছিলের দায়িত্বে থাকবেন । ইতিমধ্যে এই গ্রেফতারের দাবি নিয়ে মিছিল ও বিক্ষোভের বিষয়ে প্রত্যেকটি জেলাকে রাজ্যস্তর থেকে নির্দেশ পাঠানো হয়েছে ।

শুভেন্দুর গ্রেফতারের দাবিতে পথে নামছে তৃণমূল, কটাক্ষ সুজনের

এদিকে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে তৃণমূলের পথে নামার পরিকল্পনাকে কটাক্ষ করেছেন বামনেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) । তিনি জানিয়েছেন, কে কার গ্রেফতারের দাবি করছে, তা নিজস্ব রাজনৈতিক বিষয় । সুদীপ্ত সেন 2013 সালে গ্রেফতার হওয়ার একাধিক জনের নামে অভিযোগ করেছিল । কুণাল ঘোষকেও গ্রেফতার করা হয়েছিল । আজ পুলিশি ঘেরাটোপে সুদীপ্ত সেন আদৌ নিজের কথা বলছেন কি ? আগে যাদের নাম করেছিল, তাদের গ্রেফতার করা হবে কি ?

আরও পড়ুন :Saradha Scam: সারদা কাণ্ডে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সরব কুণাল ঘোষ

ABOUT THE AUTHOR

...view details