পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Removes Partha: তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ, ঘোষণা অভিষেকের - Enforcement Directorate

একই দিনে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ গেল পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ৷ বৃহস্পতিবার প্রথমে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ তার পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP Abhishek Banerjee) ঘোষণা করেন যে তৃণমূলের সব পদ থেকে অপসারিত হলেন পার্থ ৷

TMC Removes Partha Chatterjee from All Party Positions
TMC Removes Partha: তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ, ঘোষণা অভিষেকের

By

Published : Jul 28, 2022, 6:35 PM IST

Updated : Jul 28, 2022, 8:35 PM IST

কলকাতা, 28 জুলাই : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরিয়ে দেওয়া হল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ পাশাপাশি যতদিন তদন্ত চলবে, ততদিনের জন্যও তাঁকে অপসারণ করা হল বলে জানিয়েছেন অভিষেক ৷

এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে গত শনিবার গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আপাতত তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন ৷ তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee) গ্রেফতার করেছে ইডি ৷ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে ইতিমধ্যে প্রায় 50 কোটি টাকা পাওয়া গিয়েছে ৷ এছাড়াও মিলেছে আরও অনেক কিছু ৷

এই পরিস্থিতিতে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস ৷ পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল ঘাসফুলের অন্দরমহল থেকে ৷ বৃহস্পতিবার প্রথমে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তার পর তাঁকে দলের সব পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

TMC Removes Partha: তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ, ঘোষণা অভিষেকের

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এদিন একটি বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ততদিন পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিব, জাতীয় সহ-সভাপতি, মুখপত্রের সম্পাদক-সহ পাঁচটি পদ থেকে অপসারণ করার ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন অভিষেক ৷

তিনি জানান, 23 জুলাই পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হন ৷ এর পর করণীয় কী, তা জানতে তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলা হয় ৷ পরে নেত্রীর নির্দেশ মতো 28 তারিখ বৈঠক হবে বলে ঠিক হয় ৷ সেই মতোই এদিনের বৈঠক বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন ৷

পাশাপাশি অভিষেক জানান, উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে জানতে চায় তৃণমূল ৷ তৃণমূল মানুষের দল ৷ মানুষের সঙ্গে হওয়া অন্যায় নিয়ে কোনও আপস করা হয় না ৷

আরও পড়ুন :Mamata Removes Partha: পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা

Last Updated : Jul 28, 2022, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details