কলকাতা, 18 অগস্ট:মুর্শিদাবাদ জেলার ব্লক যুব এবং মহিলা তৃণমূলের নেতৃত্বের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (Murshidabad TMC Leaders)। কয়েকদিন আগেই ক্যামাক স্ট্রিটে মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তখনই জেলার নেতাদের থেকে বিভিন্ন সংগঠনের দায়িত্বে কাদের রাখা যেতে পারে সে বিষয়ে তিন জনের নাম নিয়েছিল শীর্ষ নেতৃত্ব । দলের আভ্যন্তরীণ সার্ভের ভিত্তিতে এ বার চূড়ান্তভাবে যাঁদের ব্লক যুব এবং মহিলা তৃণমূলের দায়িত্ব দেওয়া হল তাঁদের নাম প্রকাশ করা হল (TMC releases list of leaders)।
গত 3 অগস্ট ক্যামাক স্ট্রিটের দফতরে মুর্শিদাবাদ, বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি । সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, 2019 সালের লোকসভার ভোটের পুনরাবৃত্তি চাইছেন না তৃণমূল নেতৃত্ব । তাই পঞ্চায়েত ভোটের আগে সব দলের জেলা নেতৃত্বকেই পঞ্চায়েত ভোটে অশান্তি না করার নির্দেশ দিয়েছিলেন তিনি । সে সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন বাদে ব্লক, যুব এবং মহিলা নেতৃত্বের নাম জানিয়ে দেওয়া হবে । সেই মতোই এই তিন স্তরের নেতৃত্বের নাম প্রকাশ্যে এল ।