পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP বিধায়কদের কাছে ভোট চাইবেন দীনেশ

তৃণমূলের নিজের মোট বিধায়ক সংখ্যা 207 । তাঁদের চারজন প্রার্থীকে জেতাতে 196টি ভোট যথেষ্ট । হাতে থাকছে আরও কিছু ভোট । এপ্রসঙ্গে আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, "আমাদের হাতে থাকা অতিরিক্ত ভোট দীনেশকে দেবো ।"

দীনেশ বাজাজ
দীনেশ বাজাজ

By

Published : Mar 13, 2020, 11:24 PM IST

Updated : Mar 13, 2020, 11:30 PM IST

কলকাতা, 13 মার্চ : তৃণমূলের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীনেশ বাজাজ । মোট আসন সংখ্যার নিরিখে শুধুমাত্র তৃণমূলের ভোটে জয়ী হবেন না বাজাজ । কংগ্রেস, CPI(M) এমনকি BJP বিধায়কদের ভোট নিয়ে রাজ‍্যসভায় যেতে চাইছেন তৃণমূল সমর্থিত এই নির্দল প্রার্থী । আজ শুক্রবার একদম শেষ সময়ে মনোনয়ন পত্র জমা করেন । এরপর তিনি বলেন,"CPI(M), কংগ্রেস এবং BJP-র কাছে ভোট দেওয়ার আবেদন জানানো হবে ।"

মোট 294 জন বিধায়ক ভোট দেবেন । আসন সংখ্যার নিরিখে তৃণমূলের চার প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত । বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জয়ের জন্য নির্দিষ্ট সংখ্যক ভোট রয়েছে বলে দাবি করছে বিরোধীরা । দীনেশ বাজাজ নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নামার পরে মোট প্রার্থীর সংখ্যা হল ছয়জন । অর্থাৎ ভোট অবশ্যম্ভাবী । তৃণমূলের নিজের মোট বিধায়ক সংখ্যা 207 । তাঁদের চারজন প্রার্থীকে জেতাতে 196টি ভোট যথেষ্ট । হাতে থাকছে আরও কিছু ভোট । এপ্রসঙ্গে আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, "আমাদের হাতে থাকা অতিরিক্ত ভোট দীনেশকে দেবো ।"

সমীকরণ বলছে বিকাশ ভট্টাচার্যের বড় অংশের ভোটে থাবা বসাতে পারলেই বাজিমাত করতে পারবেন দীনেশ । যদিও তা খুবই কঠিন । তবে মনোনয়ন জমা দেওয়ার পরে বেশ আত্মবিশ্বাসী দীনেশ বাজাজ । তিনি বলেন, "তৃণমূল, কংগ্রেস ও BJP বিধায়কদের কাছে ভোট চাইব ।" প্রসঙ্গত, BJP-র মোট ছয়জন বিধায়ক । তাঁরা ভোটদানে বিরত থাকবেন বলেই খবর । তবে নির্দল প্রার্থী দীনেশ বাজাজকে BJP বিধায়কেরা ভোট দিলে কিছুটা বদলাবে সমীকরণ । বাম-কংগ্রেস বিধায়কদের একটা বড় অংশকে তাঁর দিকে ভাঙিয়ে নিতে পারলেই সম্ভব হবে লক্ষ্যপূরণ । এখন শুধু সময়ের অপেক্ষা । বাম, কংগ্রেস ও BJP ভোট নিজের আয়ত্তে এনে দীনেশ বাজাজ বাজিমাত করতে পারেন কিনা এখন সেটাই দেখার ।

Last Updated : Mar 13, 2020, 11:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details