কলকাতা, 6 জুলাই: শনিবার পূর্ণদিবস ছুটি, রাজ্য সরকারি হেলথ স্কিম থেকে শুরু করে বকেয়া ডিএ প্রদান, এমন একাধিক দাবিতে বাম ও কংগ্রেসের শ্রমিক কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) তৃণমূল বোর্ডের বিরুদ্ধে । এবার বাম কংগ্রেসের সেই পথ অনুসরণ করল শাসক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ।
কলকাতা পৌরনিগমের শ্রমিক কর্মচারীদের নানান দাবি-দাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের বিরুদ্ধে আইএনটিটিইউসি অধীনে ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ মজদুর ইউনিয়নের সদস্যরা এদিন পৌরনিগমের ভিতর মিছিল করে । শ্রীমন্ত ঘোষাল এবং মানস রায়চৌধুরীর নেতৃত্বে তৃণমূলের শ্রমিক কর্মচারী সংগঠনের সদস্যরা এই মিছিল করেন ।
তৃণমূলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানস রায়চৌধুরীর বলেন, "অন্য কোন দল কী দাবি করছে আমরা জানি না । আমরা দীর্ঘদিন ধরে এই দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছি ।" অন্যদিকে একইভাবে এদিন কলকাতা পৌরনিগমে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির মজদুর পঞ্চায়েত-এর সাধারণ সম্পাদক দুলাল ঘোষ এবং সম্পাদক শঙ্কর রায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয় । কলকাতা পৌরনিগমের বিভিন্ন জায়গায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন (TMC protested in KMC on several issue) ।