কলকাতা, 13 জুন : শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে প্রতিবাদ তৃণমূলের (TMC Protest against Suvendu Adhikari Comment on New Chancellor Bill) । সোমবার ভোটাভুটিতে রাজ্য বিধানসভায় পাস হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পরিবর্তন বিল । এই বিলের ভবিষ্যৎ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ।
তিনি বলেছিলেন, ‘‘এই বিলের ভবিষ্যৎ বাংলার নাম পরিবর্তন নিয়ে আনা রাজ্য সরকারের বিলের মতোই হবে । বিল রাজ্যপাল পাঠাবেন রাষ্ট্রপতির কাছে । এই বিল পাস হলেও রাজ্যপাল তাতে স্বাক্ষর করবেন না । তিনি বিল দিল্লিতে পাঠাবেন । শেষে বিল পড়ে থাকবে । আর মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Bengal CM Mamata Banerjee) আচার্য হওয়া হবে না ।’’
বিরোধী দলনেতার এই বক্তব্যে রীতিমতো রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল (Trinamool Congress) । আর তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বলছে, বিজেপি পার্টি অফিস থেকে রাজভবন পরিচালিত হচ্ছে । রাজ্যপাল চলছেন বিজেপির কথায় । আর তাই রাজ্যপাল কি করবেন আগেভাগেই বলে দিচ্ছেন বিরোধী দলের নেতারা ।
প্রসঙ্গত, এদিন রাজ্য বিধানসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে সরব হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) । বিধানসভা কক্ষে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিল পাস হওয়ার আগেই এই বিল নিয়ে রাজ্যপাল কী করবেন, তা বাতলে দিচ্ছেন বিজেপি বিধায়কেরা । এর থেকেই স্পষ্ট বিজেপির কথায় চলছেন রাজ্যপাল ।