পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 14, 2020, 9:12 AM IST

ETV Bharat / city

রাজীব বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে ফালাকাটা উপনির্বাচনী লড়াইয়ে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

ফালাকাটায় নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। তার মধ্যেই জয় ছিনিয়ে আনতে প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । রাজ্যের উন্নয়ন নিয়ে প্রচার শুরু করছে তারা ।

Falakata By-election
Falakata By-election

কলকাতা , 14 সেপ্টেম্বর : ফালাকাটা উপনির্বাচনে বাজিমাত করতে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস । ফালাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 13 জন পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল । তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় ফালাকাটার জন্য যাবতীয় নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন ৷ বিরোধীদের হারাতে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয় আনা তৃণমূল কংগ্রেসের কাছে এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনী লড়াই হল সমস্ত রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্টের মতো ৷ ফলে জয় ছিনিয়ে আনতে বিরোধী দলও যে কোমর বেঁধে নামবে, এটা একপ্রকার স্পষ্ট । যদিও ফালাকাটায় নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। তা সত্ত্বেও প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল । রাজ্যের উন্নয়ন নিয়ে বাড়িতে বাড়িতে প্রচার করছেন তাঁরা ।

মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে ৷ দলনেত্রীর নির্দেশ মেনে রাজীব বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েছেন । ফলে এই বিধানসভা উপনির্বাচনী লড়াই রাজীববাবুর কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ABOUT THE AUTHOR

...view details