কলকাতা, 22 সেপ্টেম্বর : আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর থেকে গরিব কল্যাণ যোজনায় (Garib Kalyan Yojona) দেশের মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার স্কিম বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । ফলে আগামী মাস থেকে অর্থের বিনিময়ে রেশন থেকে খাদ্যশস্য নিতে হবে সাধারণ মানুষকে ।
এই অবস্থায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ যাতে এখনই বন্ধ করে না দেওয়া হয়, সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন দমদমের সংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) । সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন, করোনা আবহে এমনিতেই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয় । এই অবস্থায় যাতে আরও ছ’মাস বিনামূল্যে রেশনের (Free Ration) মাধ্যমে দেশের মানুষকে খাদ্যশস্য দেওয়া হয় ৷