পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saugata Writes to PM Modi: বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর - বিনামূল্যে রেশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সৌগত রায় ৷ গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করার দাবিতে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে ৷

tmc-mp-saugata-roy-writes-to-pm-narendra-modi-demanding-6-month-extension-of-free-ration
Saugata Writes to PM Modi: বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর

By

Published : Sep 22, 2022, 3:28 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর থেকে গরিব কল্যাণ যোজনায় (Garib Kalyan Yojona) দেশের মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার স্কিম বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । ফলে আগামী মাস থেকে অর্থের বিনিময়ে রেশন থেকে খাদ্যশস্য নিতে হবে সাধারণ মানুষকে ।

এই অবস্থায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ যাতে এখনই বন্ধ করে না দেওয়া হয়, সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন দমদমের সংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) । সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন, করোনা আবহে এমনিতেই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয় । এই অবস্থায় যাতে আরও ছ’মাস বিনামূল্যে রেশনের (Free Ration) মাধ্যমে দেশের মানুষকে খাদ্যশস্য দেওয়া হয় ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা দমদমের সাংসদ সৌগত রায়ের চিঠি

যদিও রাজনৈতিক মহল মনে করছে, এই চিঠির পেছনে যথেষ্ট কারণ রয়েছে । এই মুহূর্তে রাজ্যের কোষাগারের অবস্থা ভালো নয় ৷ অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ এই অবস্থায় কেন্দ্র যদি খাদ্যশস্য দেওয়া বন্ধ করে দেয়, তাহলে রাজ্য সরকারের উপর পুরো চাপ এসে পড়বে । আর সেই কারণেই দমদমের সাংসদের এই চিঠি বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :আরও 6 মাস বিনামূল্যে রেশন চলুক, প্রধানমন্ত্রীকে অনুরোধ সৌগতর

ABOUT THE AUTHOR

...view details