কলকাতা, 30 অগস্ট: দুর্নীতি প্রসঙ্গে দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলে এবার সতীর্থ সাংসদেরই তোপের মুখে পড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার ৷ সোমবার নাম না-করলেও দলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন জহর (TMC MP Jawhar Sircar) । বলেছিলেন, "টিভিতে দেখা যাচ্ছে মানুষের টাকা লুঠ করে এক মন্ত্রী তাঁর বান্ধবীকে অলঙ্কৃত করছেন । যা দেখে গা শিরশির করছে । তৃণমূলের এক সাইড পচে গিয়েছে । এই পচা শরীর নিয়ে 2024 এর ভোটে লড়াই করা মুশকিল হবে ।" তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার জহর সরকারকে পালটা আক্রমণ করলেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় (Saugata Roy Criticises Jawhar Sircar) ৷
দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য মঙ্গলবার একপ্রকার রোষানলেই পড়লেন জহর সরকার । এদিন জহর সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (TMC MP Saugata Roy) । এদিন তিনি বলেন, "ওর মতো স্বার্থপর লোক আমি দেখিনি । সাংসদ হওয়ার আগে একদিনও মিটিং মিছিলে দেখিনি । তৃণমূলের কোনও কর্মীর কোনও উপকার করেনি । দল একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে । সেই সময়ে বাড়ির লোকের কথা শুনে প্রকাশ্যে যা বলেছেন সেটা খুবই অনৈতিক কাজ ।"
আরও পড়ুন: একদিক পচে গিয়েছে, নিজের দল প্রসঙ্গেই বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার
কেন্দ্রীয় সরকারের প্রাক্তন এই আমলাকে এদিন স্বার্থপর আখ্যা দিয়ে সৌগত রায় বলেন, "ওকে সবচেয়ে লোভনীয় পদ, রাজ্যসভার সাংসদ করেছিল দল । আর তিনি কি না, দলের ভিতরে না বলে প্রকাশ্যে দলবিরোধী কথা বলে দিলেন ! এটা খুবই লজ্জার বিষয় । ওর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত । আমার মনে হয়, এই ধরনের স্বার্থপর, স্বার্থকেন্দ্রিক লোকেদের সাংসদ করা উচিত নয় । দল সিদ্ধান্ত নিয়েছিল, ঠিকই আছে । কিন্তু এক বছরের মধ্যেই উনি ওর রূপ দেখালেন ।"
ভালো বক্তা হিসেবে খ্যাতি রয়েছে জহর সরকারের ৷ এদিন তাঁর সেই পরিচয়কেও আক্রমণ করেছেন সৌগত রায় ৷ স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, জহর সরকারের থেকে ঢের ভালো বক্তা তৃণমূল কংগ্রেসে রয়েছেন। মঙ্গলবার দমদমের সাংসদ বলেন, "সবাই বলে উনি খুব ভালো বক্তা । কিন্তু আমার তা মনে হয় না । ওর থেকে ঢের ভালো বক্তা দলে আছে ।" এদিন সৌগত রায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল সাংসদ জহর সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয় । তবে তাঁর তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি ।
আরও পড়ুন: চার পাঁচদিনের মধ্যে কিছু একটা হবে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা প্রসঙ্গে বললেন অভিষেক
তবে এদিন তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন শেষে এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছে ৷ সঠিক সময়ে এই নিয়ে দল সিদ্ধান্ত নেবে ৷ আমরা আলাদা করে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাই না । যদিও সৌগতর এদিনের আক্রমণের পর জহরের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে সকলের চোখ রয়েছে । কারণ এই তৃণমূল সাংসদ সোমবারই স্পষ্টভাষায় জানিয়েছিলেন, যদি তাঁর মনে হয় দলে থাকার প্রয়োজন নেই, তবে তিনি এই পদ ছেড়ে দিতেও দ্বিধা করবেন না (Jawhar Sircar criticises some TMC Leaders)।