কলকাতা, 20 মে : বিচারপতির আসনে বসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) যতটা কড়া, আইনজীবী হিসেবে ঠিক ততটাই লড়াকু কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) ৷ কিন্তু তার পরও যে বিচারপতি ও আইনজীবীর মধ্যে ‘সুসম্পর্ক’ বজায় থাকে, আজ তার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হালকা রসিকতা ও তার পালটা কল্যাণের জবাব শুক্রবার শুনানির শুরুতেই এজলাসের ‘গুমোট’ পরিস্থিতিটা কিছুটা হলেও কাটিয়ে দেয় ৷
কিন্তু সেই কথোপকথন আবার বঙ্গ রাজনীতিতে জন্ম দিল নতুন জল্পনার ৷ আর সেই জল্পনার পুরোটাই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানকে ঘিরে ৷ প্রশ্ন উঠেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে এত আক্ষেপ কেন ঝরে পড়ল কল্যাণের গলায় ? তাহলে কি তিনি নিজের দল তৃণমূল কংগ্রেসে কোণঠাসা হয়ে পড়েছেন ? পুরো বিষয়টিই যেহেতু এজলাসের অন্দরে হয়েছে, তাই আলাদা করে এই নিয়ে প্রশ্ন করার সুযোগও ছিল না কল্যাণের কাছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Bengal Minister Partha Chatterjee) একটি আবেদেনর শুনানি হয় ৷ সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে আদালতের কাছে সুরক্ষা চেয়ে ওই আবেদন করেছিলেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী ৷ পার্থর হয়ে আইনজীবী ছিলেন তৃণমূলের কল্যাণ ৷
অন্যদিকে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেও একই আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানে আইনজীবী অনিন্দ্য মিত্রর সঙ্গে পার্থর হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেই এজলাসে সওয়াল জবাব শেষ করে কল্য়াণ আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷