কলকাতা, 17 অগস্ট :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) ৷ আফগানিস্তান (Afghanistan) ইস্যুতে মোদি সরকারের (Modi Government) ভূমিকা নিয়েই তিনি প্রশংসা করেছেন ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে ৷
হইচই পড়াটাও স্বাভাবিক৷ কারণ, দিব্যেন্দু তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) টিকিটে জেতা সাংসদ ৷ আর তৃণমূল কংগ্রেস এখন মোদির দল ভারতীয় জনতা পার্টির (BJP) মূল প্রতিপক্ষ ৷ মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
আরও পড়ুন :Mukul Roy : কোন দলে আছেন ? অধ্য়ক্ষের প্রশ্নের জবাবে শিশিরের কৌশলকে হাতিয়ার মুকুলের
যদিও রাজনৈতিক মহলের মতে, দিব্যেন্দুর এই চিঠি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে অনেকটাই স্পষ্ট করে দিয়েছে ৷ কারণ, তাঁর চিঠির শব্দচয়ন এমনভাবে হয়েছে, যা সাধারণত বিজেপি নেতাদের চিঠিতে দেখা যায় ৷
শুরুতেই তিনি আফগানিস্তানের কঠিন পরিস্থিতির মধ্যে সেখানকার ভারতীয় ও ভারতীয় দূতাবাসের কর্মীদের উদ্ধার করতে মোদির সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন ৷ তার পর লিখেছেন মোদির নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Joyshankar) এই পরিস্থিতিতে সেখানকার ভারতীয়, আফগান শিখ (Afghanistan Sikh) ও হিন্দুদের (Hindu) সঙ্গে কীভাবে যোগাযোগ রেখে চলেছেন তা নিয়ে ৷ আর আফগান নাগরিকদের ভিসা দেওয়ার ব্যবস্থা নিয়েও প্রশংসা করেছেন দিব্যেন্দু ৷