বিধাননগর, 9 অগাস্ট : সারদা তদন্তে CBI দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । 26 জুলাই তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
CBI দপ্তরে হাজিরা ডেরেক ও ব্রায়েনের - SARADA
সারদা তদন্তে CBI দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । 26 জুলাই তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
ডেরেক ও’ব্রায়েন
তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়েই মূলত ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI। জাগো বাংলার প্রকাশক ডেরেক ।
সূত্রের খবর, সারদার টাকা তৃণমূলের কোনও প্রভাবশালীর কাছে পৌঁছেছিল কি না তা জানতেই ডেরেককে ডেকে পাঠানো হয়েছে । এর আগেও ডেরেক ও' ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল CBI । কিন্তু, সংসদ চলার জন্য সেসময় তিনি হাজির হতে পারেননি ।
Last Updated : Aug 9, 2019, 10:56 PM IST