কলকাতা, 15 ফেব্রুয়ারি : গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen) ৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি অভিযোগ করেন, জীবনের শেষ পর্যায়ে বিজেপি তাঁকে অপমান না করলেই ভালো হতো (TMC MP Attacks BJP After Sandhya Mukherjee Demise) ৷
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সঙ্গীত জগতের এই কিংবদন্তি ৷ মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায় ৷ তার পর আসে তাঁর প্রয়াণের খবর (Sandhya Mukherjee Passes Away) ৷ সেই খবর আসতেই টুইট করেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ শান্তনু সেন ৷ তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন ৷ তার পরই তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ একই সঙ্গে তিনি লেখেন, ‘‘উনি (সন্ধ্যা মুখোপাধ্য়ায়) আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন ৷’’