পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Arpita Ghosh : আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা অর্পিতা ঘোষের - অর্পিতা ঘোষ

সংসদের বাদল অধিবেশনে সংসদ ভবনের দরজার কাচ ভাঙা বিতর্কে জড়িয়েছিলেন অর্পিতা ঘোষ। তাঁর বিরুদ্ধে হাঙ্গামার অভিযোগ তুলেছিলেন সংসদ ভবনের এক নিরাপত্তাকর্মী। পেগাসাস কাণ্ড নিয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই লোকসভা এবং রাজ্যসভায় সরব হয়েছিলেন এই তৃণমূল সাংসদ।

Arpita Ghosh
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ

By

Published : Sep 15, 2021, 10:41 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ হিসেবে ইস্তফা দিয়েছেন তিনি ৷ 2019 লোকসভায় হারের পর, গতবছরেই রাজ্যসভার সাংসদ হিসেবে তৃণমূলের তরফে পাঠানো হয় অর্পিতা ঘোষকে। বুধবার আচমকাই সেই পদে পদত্যাগ করেছেন তিনি।

যদিও অর্পিতা হঠাত্‍ রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কেন, তা নিয়ে দলের মধ্যে ও বাইরে তীব্র জল্পনা শুরু হয়েছে । এ ব্যাপারে অর্পিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। তবে তৃণমূলের এক উপরের সারির নেতার মতে, হতে পারে দলের নির্দেশেই রাজ্যসভার সদস্য পদ ছেড়েছেন অর্পিতা।

এদিন সকালে দিল্লি গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সংসদে গিয়ে ইস্তফাপত্র জমা করেন অর্পিতা। তারপর এদিন রাতের বিমানেই ফের কলকাতা ফিরে এসেছেন। রাজনৈতিকমহলের অনুমান, বাংলার পর সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছে তৃণমূল। তাই অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে সর্বভারতীয়স্তরের কোনও নেতাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলেই জল্পনা ৷ এই মুহূর্তে রাজ্যসভায় সদস্য হওয়ার ব্যাপারে দলের মধ্যে প্রত্যাশীর সংখ্যাও নেহাত কম নয়। বিধানসভা ভোটের সময়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেল থেকে শুরু করে কুণাল ঘোষও রাজ্যসভার সদস্য হতে আগ্রহী বলে দলের অনেকেই মনে করেন। হতে পারে অর্পিতাকে রাজ্যস্তরে কোনও গুরুদায়িত্ব দিয়ে, রাজ্যসভায় নতুন মুখ পাঠাতে পারে তৃণমূল।

আরও পড়ুন :দেশের জন্য বলিদানে সবার আগে পঞ্জাব-বাংলা, ভবানীপুর গুরুদ্বারে বললেন মমতা

বালুরঘাট থেকে জিতে সাংসদ হয়েছিলেন অর্পিতা। কিন্তু 2019 সালে লোকসভা ভোটে বালুরঘাট আসন থেকে হেরে যান তিনি। তারপরও তাঁর উপরে আস্থা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠানো হয় ৷ পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা সংগঠনেও তাঁকে অনেকটাই দায়িত্ব দিয়েছিল তৃণমূল । এখন তাঁর ইস্তফার কারণ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details