পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

EK Daake Abhishek: অভিষেকের এক ডাকে সারা বাংলা থেকে অভিযোগ এল কয়েক হাজার

একমাসে আগে এক ডাকে অভিষেক নামে একটি কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সেই কর্মসূচি সাফল্য নিয়েই তিনি টুইট করেন (TMC MP Abhishek Banerjee Shares Ek Daake Abhishek Campaign Success ) ৷

TMC MP Abhishek Banerjee Shares Ek Daake Abhishek Campaign Success
EK Daake Abhishek: অভিষেকের এক ডাকে সারা বাংলা থেকে অভিযোগ এল কয়েক হাজার

By

Published : Jul 18, 2022, 8:11 PM IST

কলকাতা, 18 জুলাই : এক ডাকে অভিষেক (EK Daake Abhishek) ৷ এক মাস আগে এই কর্মসূচির সূচনা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ দিয়েছিলেন একটি ফোন নম্বর ৷ যে নম্বরে ফোন করে তাঁর কাছে অভিযোগ জানানো হবে ৷ বলা যাবে বিভিন্ন বিষয় নিয়েও ৷

এক মাস পর দেখা গেল সেই ফোন নম্বরে যোগাযোগ করেছেন দেড় লক্ষেরও বেশি মানুষ ৷ 50 হাজারেরও বেশি মানুষ অভিযোগ জানিয়েছেন নানা বিষয়ে ৷ সোমবার টুইট করে সেই তথ্যই তুলে ধরেন অভিষেক (TMC MP Abhishek Banerjee Shares Ek Daake Abhishek Campaign Success) ৷

টুইটারে তিনি লিখেছেন, এক ডাকে অভিষেক কর্মসূচি একমাসে সাফল্যের সঙ্গে মানুষের সমর্থন পেয়েছে ৷ কত মানুষ ওই নম্বরে যোগাযোগ করেছেন, অভিযোগ করেছেন, তা জানাতে গিয়ে অভিষেক স্বীকার করে নেন যে এই কর্মসূচির সাফল্য দেখে তিনি অভিভূত ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অভিষেক অঘোষিত ভাবে তৃণমূলের নম্বর-2 নেতা ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) পরই তাঁর স্থান ৷ যদিও তা নিয়ে মাঝেমধ্যেই অসন্তোষ চোখে পড়ে ঘাসফুল শিবিরের একাংশের মধ্যে ৷ কিন্তু এই পরিসংখ্যান বলছে যে মমতার পর সারা রাজ্যে অভিষেকের গ্রহণযোগ্যতা বাড়ছে ৷ তাঁর কাছে অভিযোগ করলে যে সুরাহা হতে পারে, তা বাংলার মানুষের একটা অংশ বিশ্বাস করতে শুরু করেছেন ৷

এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এটার মানে হল, এখানে কোনও সংঘাত বা দ্বন্দ্ব নেই । অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হতে পারেন । তবে এটা উনি করেছেন সারা বাংলার কথা ভেবে । সারা বাংলার মানুষ ওনাকে ভালোবাসেন । এবার সাধারণ একটা নম্বর পেয়ে গিয়েছেন, তাই তাঁরা তাঁদের অভিযোগ জানিয়েছেন । হাত বাড়ালেই বন্ধুর মতো মানুষের কাছে থাকছেন তিনি । এটা তো ভালো বিষয় ।"

আরও পড়ুন :Presidential Election 2022: তৃণমূল বিশ্বাসের রাজনীতি করে, রিসর্ট রাজনীতি করে না; বিজেপিকে নিশানা অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details