পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tripura By-poll Result: 'ত্রিপুরার ফল মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয়', প্রতিক্রিয়া অভিষেকের - অভিষেক বন্দ্যোপ্যাধায়

ত্রিপুরার ফল মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয় বলে এদিন জানান তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপ্যাধায় (Abhishek Banerjee speaks on Tripura By poll Result) ৷

TMC MP Abhishek Banerjee on Tripura By poll Result
TMC MP Abhishek Banerjee

By

Published : Jun 26, 2022, 9:03 PM IST

কলকাতা, 26 জুন: ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত (Tripura By-poll Result) হয়েছে রবিবার ৷ তাতে আশানুরূপ ফল তো হয়নি বরং প্রত্যেকটি আসনেই চতুর্থ স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই ফলাফল মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয় বলে এদিন জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপ্যাধায় (Abhishek Banerjee speaks on Tripura By poll Result) ৷ তবু মানুষের এই রায়কে তাঁরা মাথা পেতে নিয়েছেন বলেও জানিয়েছেন অভিষেক ৷

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ত্রিপুরার ফলাফলে মানুষের রায়কে আমরা মাথা পেতে নিয়েছি ৷ যদিও মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয় এটা ৷ তবুও গণতন্ত্রে গণদেবতাই আসল ৷ তাঁদের রায়ই আমাদের কাছে শিরোধার্য ৷"

ভোটলুঠ প্রসঙ্গে তিনি বলেন, "ভোটের দিন গুন্ডামি, লুঠপাঠ, ভোটের নামে প্রহসন হয়েছে ৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ৷ আপনাদের ক্যামেরায় ভুয়ো ভোটার ধরা পড়েছে ৷ এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ প্রার্থীরা আক্রান্ত হয়েছেন ৷" তিনি আরও বলেন,"ত্রিপুরায় আমাদের হারানোর কিছু নেই ৷ আমরা শূন্য থেকে শুরু করেছি ৷ আগামী বছরেও মানুষের জন্য কাজ করব ৷ কিন্তু ত্রিপুরায় প্রতিপদে গণতন্ত্রকে ধর্ষণ করা হয়েছে, লোকের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা হয়েছে ৷"(TMC MP Abhishek Banerjee on Tripura By poll Result)

ত্রিপুরার ফল মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয়, প্রতিক্রিয়া অভিষেকের

আরও পড়ুন:Tripura By-poll Result: ত্রিপুরায় ঘাসফুল ফুটবেই, তেইশের নির্বাচন নিয়ে আশাবাদী কুণাল

জয়ী প্রতিনিধিদের উদ্দেশ্যে অভিষেক বলেন, "আমি আশা করব আজকে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করবে ৷ আগামী ছয় মাস পর ত্রিপুরার বিধানসভা নির্বাচন হবে ৷ কীভাবে আগামী দিনগুলোতে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় এবং আগামিদিনে মুক্ত বাতাসে স্বাধীনভাবে মানুষ মাথা উঁচু করে ত্রিপুরায় বেঁচে থাকতে পারেন, সেটা আজকের জেতা জনপ্রতিনিধিরা সুনিশ্চিত করবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details