পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jago Bangla Attacks Suvendu : ‘তিনিই ডোবাচ্ছেন’, বিধানসভার ঘটনায় শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের মুখপত্রে - TMC Mouthpiece Jago Bangla Attacks Opposition Leader Suvendu Adhikari

গতকাল বিধানসভায় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মারামারির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুলল শাসকদলের মুখপত্র ‘জাগোবাংলা’ (TMC Mouthpiece Jago Bangla Attacks Opposition Leader Suvendu Adhikari) ৷ সেখানে সম্পাদকীয়তে ‘তিনিই ডোবাচ্ছেন’ শিরোনাম দিয়ে শুভেন্দুকে নিশানা করা হয়েছে ৷

Jago Bangla Attacks Suvendu Adhikari
বিধানসভার ঘটনায় শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের মুখপত্রে

By

Published : Mar 29, 2022, 12:45 PM IST

কলকাতা, 29 মার্চ : বিধানসভার গণ্ডগোল নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’য় (TMC Mouthpiece Jago Bangla Attacks Opposition Leader Suvendu Adhikari) ৷ রাজ্য বিধানসভায় সোমবার শাসক-বিরোধী নজিরবিহীন হাতাহাতির ছবি দেখেছে বাংলা ৷ তাতে যেমন একদিকে শাসকদলের বিধায়কের নাক ফেটেছে ৷ অন্যদিকে, বিরোধী বিধায়কের পায়ে চিড় ধরার অভিযোগ এসেছে ৷ আর এই ঘটনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দুষছে তৃণমূল ৷

মঙ্গলবার রাজ্যের শাসকদলের মুখপত্র জাগোবাংলায় একইভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করা হয়েছে ৷ মুখপত্রের সম্পাদকীয় কলমে ‘তিনিই ডোবাচ্ছেন’ এই শিরোনামে লেখা হয়েছে- ‘‘বিধানসভাকে কলুষিত করলেন বিজেপি বিধায়করা ৷ মারামারি করলেন ৷ মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহার করলেন ৷ মহিলা নিরাপত্তারক্ষীরাও একসময় অসহায় বোধ করলেন ৷ নাক ফাটিয়ে দেওয়া হল তৃণমূল বিধায়কের ৷ এর পর নাটক করতে হাসপাতালে ভর্তি হয়েও চরম ধাক্কা খেতে হল ট্রেনি বিরোধী দলনেতাকে ৷’’

আরও পড়ুন : Bengal BJP : রাজ্যের চাপে আহত মনোজ টিগ্গাকে ভর্তি নিচ্ছে না হাসপাতাল, অভিযোগ শুভেন্দু-সুকান্তর

এদিন জাগোবাংলায় বিরোধী দলনেতাকে কাগুজে বাঘ আখ্যা দেয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে লেখা হয়েছে, ‘‘বিরোধী দলনেতা মূলত কাগুজে বাঘ। তৃণমূলের দৌলতে ইমেজ তৈরি করে এবার একেবারে গর্তে এসে পড়েছেন ৷ বিরোধী দলনেতা তো দূর অস্ত, পুরসভার ভাইস চেয়ারম্যান হওয়ারও যোগ্যতা তাঁর নেই ৷ না হলে বেসরকারি হাসপাতালকে নিজের মন মতো রিপোর্ট লেখার জন্য জোর করেন ! বেআইনি কাজ করা এবং মদত দেওয়া সম্ভবত সারদা-নারদায় অভিযুক্ত পেগাসাস অধিকারীর অভ্যাসে পরিণত হয়েছে ৷ এমনিতে কোনও কাজ নেই ৷ ন্যুইসেন্স তৈরি করে যদি খবরে থাকা যায় ৷’’

আরও পড়ুন : BJP MLAs Meet Dhankhar : বিধানসভায় হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

এদিন এই ঘটনার কথা বলতে গিয়েও নন্দীগ্রাম ভোটের প্রসঙ্গ টেনে আনা হয়েছে জাগোবাংলায় ৷ ওই কলামে লেখা হয়েছে,‘‘... লোডশেডিংয়ে ‘কায়দা’ করে জিতে ভাবছেন মানুষ তাঁর সঙ্গে আছেন ৷ ভাঁড়ে মা ভবানী ৷ শূন্য কলসি শব্দ করে বেশি ৷ দলীয় কর্মীরা বলছেন, নিজে ডুবেছেন, পরিবারকে ডুবিয়েছেন ৷ এবার দলটাকেও ডোবাচ্ছেন ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details