কলকাতা, 29 মার্চ : বিধানসভার গণ্ডগোল নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’য় (TMC Mouthpiece Jago Bangla Attacks Opposition Leader Suvendu Adhikari) ৷ রাজ্য বিধানসভায় সোমবার শাসক-বিরোধী নজিরবিহীন হাতাহাতির ছবি দেখেছে বাংলা ৷ তাতে যেমন একদিকে শাসকদলের বিধায়কের নাক ফেটেছে ৷ অন্যদিকে, বিরোধী বিধায়কের পায়ে চিড় ধরার অভিযোগ এসেছে ৷ আর এই ঘটনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই দুষছে তৃণমূল ৷
মঙ্গলবার রাজ্যের শাসকদলের মুখপত্র জাগোবাংলায় একইভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করা হয়েছে ৷ মুখপত্রের সম্পাদকীয় কলমে ‘তিনিই ডোবাচ্ছেন’ এই শিরোনামে লেখা হয়েছে- ‘‘বিধানসভাকে কলুষিত করলেন বিজেপি বিধায়করা ৷ মারামারি করলেন ৷ মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহার করলেন ৷ মহিলা নিরাপত্তারক্ষীরাও একসময় অসহায় বোধ করলেন ৷ নাক ফাটিয়ে দেওয়া হল তৃণমূল বিধায়কের ৷ এর পর নাটক করতে হাসপাতালে ভর্তি হয়েও চরম ধাক্কা খেতে হল ট্রেনি বিরোধী দলনেতাকে ৷’’
আরও পড়ুন : Bengal BJP : রাজ্যের চাপে আহত মনোজ টিগ্গাকে ভর্তি নিচ্ছে না হাসপাতাল, অভিযোগ শুভেন্দু-সুকান্তর