পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হুইপ জারির পরও অধিবেশনে গরহাজির শাসকদলের একাধিক বিধায়ক - অনুপস্থিত

বিধানসভা ভোটের আগে শেষবারের মতো অধিবেশন চলছে বিধানসভায়৷ সেখানে যাতে সমস্ত বিধায়ক উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে হুইপ জারি করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তারপরও শনিবার শাসকদলেরই বহু বিধায়ক বিধানসভায় গরহাজির ছিলেন৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অধ্যক্ষ৷ বিরক্ত পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও৷

wb_kol_01_assembly_mla_attendence_copy_7203847
হুইপ জারির পরও অধিবেশনে গরহাজির শাসকদলের বিধায়করা

By

Published : Feb 6, 2021, 3:37 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : রাজ্য বাজেটের আলোচনার উপর যে কোনও সময় ভোটাভুটি চাইতে পারেন বিরোধীরা। সেই কারণেই শুক্রবার অধিবেশন শুরু হওয়ার আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরকারি মুখ্য সচেতকের মাধ্যমে হুইপ জারি করেন ৷ সমস্ত বিধায়ককেই চলতি অধিবেশনে উপস্থিত থাকতে বলা হয় ৷ কিন্তু, তাতে কাজের কাজ হল না কিছুই। অনুপস্থিত রইলেন শাসকদলের একাধিক বিধায়ক৷ শনিবার বিধানসভায় প্রথম পর্বের আলোচনায় উপস্থিত ছিলেন শাসকদলের মাত্র 39 জন বিধায়ক। হিসাব বলছে, এই পরিস্থিতিতে যে কোনও মুহূর্তে ভোটাভুটি হলে সংকটে পড়ে যেত রাজ্যের শাসকদল।

সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় , সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ-সহ প্রবীণ বিধায়করা শাসকদলের বিধায়কদের বিধানসভায় উপস্থিতির জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন। কিন্তু, ইদানিং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও, শাসকদলের বহু বিধায়কই বিধানসভার অধিবেশনে যোগদান করছেন না ৷

আরও পড়ুন:বিধানসভার বিজনেস অ্যাডভাইজারির কমিটির বৈঠকে অনুপস্থিত বাম-কংগ্রেস

শনিবার বিধানসভা অধিবেশনের প্রথম পর্বে দ‍্য ওয়েস্টবেঙ্গল গুডস অ্য়ান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিল 2021 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল ফিসক‍্যাল রেস্পন্সিবিলিটি অ্য়ান্ড বাজেট ম্যানেজমেন্ট আমেন্ডমেন্ট বিল 2021-এর উপর দু'ঘণ্টার আলোচনা হয়। সেখানে বক্তারা ছাড়া বাকি বিধায়করা কেন অনুপস্থিত, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ।

এদিন বিধানসভার অধিবেশন কক্ষের চিত্রটা ছিল একদম অন্যরকম। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। সেই অধিবেশনেও বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details