কলকাতা, 6 ফেব্রুয়ারি : রাজ্য বাজেটের আলোচনার উপর যে কোনও সময় ভোটাভুটি চাইতে পারেন বিরোধীরা। সেই কারণেই শুক্রবার অধিবেশন শুরু হওয়ার আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরকারি মুখ্য সচেতকের মাধ্যমে হুইপ জারি করেন ৷ সমস্ত বিধায়ককেই চলতি অধিবেশনে উপস্থিত থাকতে বলা হয় ৷ কিন্তু, তাতে কাজের কাজ হল না কিছুই। অনুপস্থিত রইলেন শাসকদলের একাধিক বিধায়ক৷ শনিবার বিধানসভায় প্রথম পর্বের আলোচনায় উপস্থিত ছিলেন শাসকদলের মাত্র 39 জন বিধায়ক। হিসাব বলছে, এই পরিস্থিতিতে যে কোনও মুহূর্তে ভোটাভুটি হলে সংকটে পড়ে যেত রাজ্যের শাসকদল।
সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় , সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ-সহ প্রবীণ বিধায়করা শাসকদলের বিধায়কদের বিধানসভায় উপস্থিতির জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন। কিন্তু, ইদানিং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও, শাসকদলের বহু বিধায়কই বিধানসভার অধিবেশনে যোগদান করছেন না ৷