কলকাতা, 28 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ হবে রাজ্য বিধানসভায়। গতকাল থেকে হুইপ জারি করা হয়েছিল শাসকদলের বিধায়কদের। হুইপ অমান্য করলেন তৃণমূলের বহু বিধায়ক। ইতিমধ্যেই তাঁদের নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিধানসভা নির্বাচনের আচরণবিধি চালু হলে তাঁরা সরাসরি দলত্যাগ করবেন বলে খবর।
কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাবে ভোটাভুটি হতে পারে এই আশঙ্কা থেকে গতকাল বিধানসভার সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ হুইপ জারি করেছিলেন। শাসকদলের আশঙ্কা সত্যি করে আজ ভোটাভুটি হল। তবে হুইপ অমান্য করে আজ বিধানসভায় এলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, লক্ষ্মীরতন শুক্লা, দীপক হালদার, উদয়ন গুহ, সৈকত পাঁজা ও বনশ্রী মাইতি।