পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হুইপকে বুড়ো আঙুল, বিধানসভায় এলেন না শাসকদলের 8 বিধায়ক - তৃণমূল বিধায়ক অনুপস্থিত

কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পেশ হবে বলে হুইপ জারি করে দলীয় বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু সেই হুইপ অমান্য করে বিধানসভায় এলেন না শাসক দলের 8 জন বিধায়ক।

tmc mlas absent at west bengal asembly violating party whip
হুইপকে বুড়ো আঙুল, বিধানসভায় এলেন না শাসকদলের 8 বিধায়ক

By

Published : Jan 28, 2021, 7:04 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ হবে রাজ্য বিধানসভায়। গতকাল থেকে হুইপ জারি করা হয়েছিল শাসকদলের বিধায়কদের। হুইপ অমান্য করলেন তৃণমূলের বহু বিধায়ক। ইতিমধ্যেই তাঁদের নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিধানসভা নির্বাচনের আচরণবিধি চালু হলে তাঁরা সরাসরি দলত্যাগ করবেন বলে খবর।

কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাবে ভোটাভুটি হতে পারে এই আশঙ্কা থেকে গতকাল বিধানসভার সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ হুইপ জারি করেছিলেন। শাসকদলের আশঙ্কা সত্যি করে আজ ভোটাভুটি হল। তবে হুইপ অমান্য করে আজ বিধানসভায় এলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, লক্ষ্মীরতন শুক্লা, দীপক হালদার, উদয়ন গুহ, সৈকত পাঁজা ও বনশ্রী মাইতি।

আরও পড়ুন: বিধানসভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে জয় শ্রীরাম স্লোগান

এ বিষয়ে প্রশ্ন করা হয় পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই কেউ কেউ জানিয়েছিলেন আসতে পারবেন না। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় কেন এলেন না, সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details