পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tapas Roy: রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ তাপস রায়ের, নেপথ্য কারণ নিয়ে জল্পনা বাড়ছে - তাপস রায়

রবিবার নিজের বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন তাপস রায় (TMC MLA Tapas Roy wants to quit politics) ৷ তাঁর মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ৷

Tapas Roy
Etv Bharat

By

Published : Sep 4, 2022, 10:57 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী । রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে । দলের অনুগত সৈনিক হিসাবে তাঁকে করা হয়েছে তৃণমূলের অন্যতম মুখ্যপাত্র (TMC Leader Tapas Roy) ৷ সেই তাপস রায়ের গলায় হঠাৎ বিষাদের সুর । উত্তর 24 পরগনায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বরানগরের বিধায়ক তাপস রায় । যদিও তিনি যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট নয় যে, তিনি দল ছাড়বেন নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন ।

সেই ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে হাতেখড়ি তাপস রায়ের । ছাত্র পরিষদে থাকাকালীন সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি । এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলে সেখানে যোগ দেন তিনি ৷ কিন্তু বরাবরই তাপস রায় দলের অনুগত সৈনিক হিসেবেই পরিচিত । দলকে অস্বস্তিতে ফেলার মতো কোনও কাজ তিনি করেন না, কখনও বলেনও না । এবার তাঁর গলাতেই শোনা গেল তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার কথা (TMC MLA Tapas Roy wants to quit politics)।

আরও পড়ুন: এবার অভিষেকের সুরেই শাহকে আক্রমণ জহরের, তবে কি বরফ গলছে ?

রবিবার নিজের বিধানসভা এলাকায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাপস রায় বলেন, "দলে কতদিন থাকব সেটা দলকে সময় আসলে জানিয়ে দেব ।" এদিন বক্তব্য রাখতে গিয়ে তাপস রায় আরও বলেন, "হয়তো আর কয়েকটা বছর বা একবছরের বেশি, তারপর আর রাজনীতিতে থাকব না । গতবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনই বলেছিলাম।"

যদিও নিজের বিধানসভা এলাকায় যথেষ্ট জনপ্রিয় তাপস রায় (TMC MLA Tapas Roy)। তাই তাঁর এই বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে থেকেই আওয়াজ ওঠে 'না না...না না না'। দলীয় কর্মীদের এই প্রতিক্রিয়া উপেক্ষা করে তাপস রায় বলেন,"আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলি তা সাধারণত বদল হয় না । সেক্ষেত্রে আমাকে ধরে রাখা মুশকিল । আর কবে ছাড়ব, সেটা সঠিক সময় দলকে জানিয়ে দেব ।" যদিও এই বিষয় নিয়ে পরে সংবাদমাধ্যমে কিছু বলেননি তাপস রায় ।

রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ তাপস রায়ের

আরও পড়ুন:অভিষেক নাবালক, তোপ শুভেন্দু অধিকারীর

কিন্তু কেন এমন বললেন এই তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী? দলেরই একাংশ বলছে, তাপস রায়ের সঙ্গে দিনের পর দিন অন্যায় করা হচ্ছে । প্রথমে উত্তর কলকাতার দায়িত্ব দিয়ে পরে তাঁকে সরিয়ে দেওয়া হয় । এমনকি মন্ত্রিসভার রদবদলের ক্ষেত্রেও শোনা যাচ্ছিল তাপস রায় মন্ত্রী হতে পারেন । সেক্ষেত্রেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি । তাই তাঁর এই ধরনের বক্তব্যে কোথাও যেন সেই দুঃখ প্রকাশিত হয়েছে । যদিও আপাদমস্ত 'টিমম্যান' বলেই পরিচিত তাপস রায় । তাই হঠাৎ কেন তাঁর এই ধরনের বক্তব্য তা নিয়ে জল্পনা চলছে । যদিও তাপসবাবু ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁর এই বক্তব্যের পিছনে কোনও রাজনীতি নেই । অহেতুক বিতর্ক না তৈরি করাই ভালো । তিনি যে রাজনীতি ছাড়তে পারেন এমন ইঙ্গিত দলকে আগেই দিয়ে রেখেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details