পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছে 1985%, প্রায় 300% বাড়ল বিজেপি প্রার্থীর - এডিআর

সব রেকর্ড ভেঙে 1985% সম্পত্তি বাড়ল তৃণমূল বিধায়ক জ্যোত্স্না মাণ্ডির ৷ এডিআর-এর রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷ দুশো শতাংশেরও বেশি সম্পদ বেড়েছে বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায়ের ৷

tmc-mla-jyotsna-mandi-grew-by-1985-percent-in-five-years-adr-report-finds
তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছে 1985%, প্রায় 300% বাড়ল বিজেপি প্রার্থীর

By

Published : Mar 22, 2021, 12:23 PM IST

কলকাতা, 22 মার্চ: বিপুল সম্পত্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বর্তমান বিধায়ক জ্যোত্স্না মাণ্ডির ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের পেশ করা সাম্প্রতিক রিপোর্ট বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে 1985.68 শতাংশ ৷ এ ছাড়াও সম্পত্তি দুশো শতাংশেরও বেশি বেড়েছে আরও কয়েকজন প্রার্থীর ৷

বাঁকুড়া জেলার রানিবাঁধ থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান বিধায়ক জ্যোত্স্না মাণ্ডি ৷ মনোনয়ন পত্র পেশের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, 2016 সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল 1,96,633 টাকা ৷ সেটা 2021 সালে বেড়ে হয়েছে 41,01,144 টাকা ৷ অর্থাত্ এই পাঁচ বছরে তাঁর 39,04,511 টাকার সম্পত্তি বেড়েছে ৷ রাজ্যে প্রথম দফায় ভোট আগামী 27 মার্চ ৷ প্রার্থীরা যে মনোনয়ন পত্র পেশ করেছেন, তার উপর সমীক্ষা চালিয়েছে এডিআর ৷

তবে শুধু জ্যোত্স্না মাণ্ডিই নন, সম্পত্তি অনেকটা বেড়েছে আরও কয়েকজন প্রার্থীর ৷ 2016 সালে কংগ্রেসের টিকিটে পুরুলিয়া থেকে জেতা বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায় সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন ৷ এডিআর-এর রিপোর্ট বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ 288.86 শতাংশ বেড়েছে ৷ পাঁচ বছর আগে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল 11,57,945 টাকার ৷ তবে 2021 সালে সেটা বেড়ে হয়েছে 45,02,782 টাকার ৷

আরও পড়ুন:প্রথম দফায় রাজ্যে 10% প্রার্থী কোটিপতি, আছেন সম্পদহীন প্রার্থীও

সমীক্ষায় দেখা গিয়েছে যে, সম্পত্তি অনেকটা বেড়েছে তৃণমূলের প্রার্থী তথা বর্তমান বিধায়ক মরেশ মুর্মুরও ৷ পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির বিধায়কের পাঁচ বছরে 246.34 শতাংশ সম্পত্তি বেড়েছে ৷ 2016 সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল 11,57,926 টাকা ৷ বর্তমানে তাঁর 40,10,329 টাকার সম্পদ রয়েছে ৷

তবে গ্রাফটা উর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে তা নিম্নমুখীও ৷ সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বিধায়কের ৷ গত বিধানসভা নির্বাচনের আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল 46,85,523 টাকার ৷ তবে এ বার মনোনয়ন পত্র পেশের সময় দাখিল করা হলফনামায় তিনি জানিয়েছেন যে, বর্তমানে তাঁর 14,41,200 টাকার সম্পত্তি রয়েছে ৷ অর্থাত্ গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি কমেছে 69.27% ৷

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল ! বঙ্গে প্রথম দফার 25% প্রার্থী জড়িত ফৌজদারি মামলায়

সম্পত্তি কমেছে আর এক তৃণমূল বিধায়ক সন্ধ্যারানি টুডুরও ৷ গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ 60.20% কমেছে ৷ 2016 সালে পুরুলিয়া জেলার মানবাজার আসনের বিধায়কের সম্পত্তির পরিমাণ ছিল 53,97,129 টাকা ৷ তবে এ বার ভোটের আগে তাঁর সম্পত্তির পরিমাণ কমে হয়েছে 21,48,082 টাকা ৷

বাংলায় 294 আসনে আট দফায় নির্বাচন হতে চলেছে ৷ ভোট শুরু হচ্ছে 27 মার্চ আর শেষ হচ্ছে 29 এপ্রিল ৷ ভোটগণনা হবে 2 মে ৷

ABOUT THE AUTHOR

...view details