কলকাতা, 6 ফেব্রুয়ারি :শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালতে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘিতে শোভন ও বৈশাখি তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, এই দাবিতে মামলা করেছেন দেবশ্রী রায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি অভিযোগ জানিয়েছেন, তাঁর নামে একতরফাভাবে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করা হচ্ছে।
সম্প্রতি দেবশ্রী রায়কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই, দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছেন। দেবশ্রী রায় এখন বাতিল নায়িকা। এই ব্যাপারে আপত্তি করে দেবশ্রী রায় জানিয়েছেন, তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী। গোটা দেশ তাঁকে চেনে। তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। এই সমস্ত কথা বলে তাঁর ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়৷