পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পদ্ধতি মেনে হয়নি অনুব্রতর নজরবন্দী, আদালতে তৃণমূল - loksabha election

অনুব্রত মণ্ডলের নজরবন্দী পদ্ধতি মেনে হয়নি । এই অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে । বিশ্বস্ত সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার যে নির্দেশ দেওয়া হয় তাতে কমিশনের বিধি মেনে সই করা কোনও নির্দেশিকা ইশু হয়নি । অপর এক সূত্র জানাচ্ছে, পদ্ধতিগত ভুল হয়েছে বুঝতে পেরেই অনুব্রত মণ্ডলের ফোন ফেরত দেওয়া হতে পারে ।

ফাইল ফোটো

By

Published : Apr 29, 2019, 12:16 PM IST

কলকাতা, 29 এপ্রিল : অনুব্রত মণ্ডলের নজরবন্দী পদ্ধতি মেনে হয়নি । এমন অভিযোগ উঠল এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে । বিশ্বস্ত সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করার যে নির্দেশ দেওয়া হয় তাতে কমিশনের বিধি মেনে সই করা কোনও নির্দেশিকা ইশু হয়নি । সূত্র জানাচ্ছে, এক উপমুখ্য নির্বাচন কমিশনারের ইমেল থেকে শুধুমাত্র একটা ইমেল আসে । যাতে জানিয়ে দেওয়া হয় অনুব্রতর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল । অথচ সংশ্লিষ্ট মহল বলছে, এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে কেন তা নেওয়া হল সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা থাকতে হয় । কেন অনুব্রতর বিরুদ্ধে এত বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল তার কোনও উল্লেখ ওই ইমেলে ছিল না । সূত্রের খবর এমনই । বিষয়টি নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল । ইতিমধ্যেই মামলাটির শুনানি শুরু হয়ে গেছে ।

গতকাল সন্ধ্যায় কমিশনের এক উপ মুখ্য নির্বাচন কমিশনারের মেল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে জানিয়ে দেওয়া হয়, নজরবন্দী করা হবে অনুব্রতকে । এক ডেপুটি ম্যজিস্ট্রেট তাঁর উপর নজর রাখবেন । কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঘিরে থাকবেন । সেই মতো গতকাল থেকেই নজরবন্দী অবস্থায় রয়েছেন অনুব্রত । যদিও, অভিযোগ উঠেছে সেই অবস্থাতেই ফোনে বাক্যালাপ চালিয়ে যাচ্ছেন তিনি । গতকাল রাতে অনুব্রত বলেন, "নজরবন্দী মানি না ।" এদিকে সূত্রের খবর, নজরবন্দী করার যে সিদ্ধান্ত কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে, তাতে পদ্ধতিগত ভুল রয়েছে । সাধারণভাবে নির্বাচন কমিশনের যেকোনও নির্দেশিকা নির্দিষ্ট মেমো নম্বরসহ আসে । প্রথমে ভারতীয় নির্বাচন কমিশনের প্যাডে সই করা নির্দেশিকার স্ক্যান কপি ইমেলের মাধ্যমে পাঠানো হয় । পরে আসে হার্ড কপি । CEO-র দপ্তর সূত্রে খবর, গতকাল সই করা কোনও নির্দেশিকা আসেনি ।

নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে তাতে এই নির্দেশিকার কোনও কপিও দেওয়া হয়নি । সাধারণভাবে সেই নির্দেশিকার কপি দিয়ে দেওয়া হয় কমিশনের ওয়েব সাইটে । এই বিষয় নিয়েই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ।

ABOUT THE AUTHOR

...view details