কলকাতা, 29 জুলাই:দুর্নীতি কাঁটায় অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) অন্দরে ৷ নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তৈরি হয়েছে এই পরিস্থিতি ৷ এই অবস্থায় দলের ভাবমূর্তি ফেরাতে কঠোর সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ নেতৃত্ব ৷ এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বিশেষ করে, দলে যে দুর্নীতির কোনও স্থান নেই, সেই বার্তাই সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷
সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বারবার বলতে শোনা গিয়েছে, বাংলার সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়, আগামী দিনে তৃণমূল কংগ্রেস সেই কাজই করবে ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, অভিষেক আসলে শুদ্ধিকরণের (TMC Purification) বার্তা দিচ্ছেন ৷ কিন্তু সমস্যা হল, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই ! এই অবস্থায় আদৌ কি শুদ্ধিকরণ সম্ভব ? নিন্দুকেরা বলছে, তবে তো 'ঠগ বাছতে গাঁ উজাড়' হয়ে যাবে !
এখনও পর্যন্ত যা খবর, সেই অনুসারে, খুব শীঘ্রই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর মন্ত্রিসভায় রদবদল করবেন ৷ আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের দফতরগুলি নিজের হাতে রাখলেও পরবর্তীতে সেগুলি অন্যদের মধ্যে ভাগ করে দিতে পারেন মমতা ৷ একদিকে, সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের মৃত্যু এবং অন্যদিকে দুর্নীতিতে নাম জড়িয়ে 'মন্ত্রী' পার্থর সমস্ত দফতর হারানো, সব মিলিয়ে রাজ্য সরকারের একাধিক মন্ত্রিপদ ফাঁকা রয়েছে ৷ এই মুহূর্তে সেই দফতরগুলি অন্য মন্ত্রীদের হাতে দিয়ে চালানো হচ্ছে ৷ কিন্তু এমনটা করতে গিয়ে উন্নয়নের কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে ৷