কলকাতা, 11 জুলাই: নামকেওয়াস্তে আমন্ত্রণ ! শিয়ালদা মেট্রোর আমন্ত্রণ পত্রে (Sealdah Metro Inauguration) নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিমের । আর সে কারণে কার্যত এই অনুষ্ঠান বয়কটই করছে তৃণমূল (TMC leaders to skip Sealdah Metro inauguration)।
এ দিন মেট্রো রেলের তরফ থেকে যে আমন্ত্রণপত্র প্রকাশ্যে এসেছে তাতে নাম নেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের (Mamata Banerjee not among invitees)। এমনকী নাম নেই কলকাতার মেয়রেরও । এই আমন্ত্রণ পত্র নজরে আসতেই তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই ঘটনায় রাজ্যের শাসক দল মনে করছে পরিকল্পিত ভাবে অবমাননা করা হয়েছে মুখ্যমন্ত্রীকে । এই অবস্থান থেকে তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, দলনেত্রীর অপমানের কারণে সেই অনুষ্ঠানে কার্যত থাকবেনই না দলীয় কোনও প্রতিনিধি । মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রওনা হয়েছেন আজ । তাঁর উপস্থিত থাকার কোনও সম্ভাবনাই নেই । থাকছেন না মেয়র ফিরহাদ হাকিম । থাকবেন না উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ।
এ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে যা হচ্ছে তাকে নোংরামি ছাড়া আর কিছু বলা যায় না । তিনি আরও বলেন, মেট্রো রেল যা করেছে তা একটা অসভ্যতা । রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা কার্ড ছুড়ে দিয়ে আসা যায় না । ভুলে গেলে চলবে না যে কেন্দ্রীয় মন্ত্রী শিয়ালদা স্টেশনের উদ্বোধন করছেন, তাঁর থেকে মুখ্যমন্ত্রীর পদের মূল্য অনেক উপরে । প্রোটোকল অনুযায়ী এ ভাবে আমন্ত্রণ তাঁকে করা যায় না । এ ক্ষেত্রে রেল থেকে অথবা দফতরের মন্ত্রীর একটা ফোন করে সময় চেয়ে নেওয়া উচিত । এমনটা না করে মুখ্যমন্ত্রী এবং মেয়রকে একটা কার্ড ফেলে এলাম আর তাঁরা চলে গেলেন এমনটা হয় না ।