কলকাতা, 3 নভেম্বর : টেনিস কোর্টে তাঁর ক্ষিপ্রতা ও জয়ের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার প্রবণতা সম্পর্কে গোটা বিশ্ব পরিচিত ৷ এবার তিনি একেবারে নতুন লড়াইয়ের ময়দানে ৷ সেখানেও নিজের ছাপ ফেলতে মরিয়া লিয়েন্ডার পেজ (Leander Paes) ৷ তিনি চান রাজনীতিতে ধর্ম ও বর্ণের বিভেদ তৈরির প্রচেষ্টাকে রুখে দিয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করতে ৷
দেশের হয়ে অলিম্পক্সে পদক জেতা এবং পেশাদার টেনিস সার্কিটে অসংখ্য ম্যাচ ও ট্রফি জয়ী এই তারকা সম্প্রতি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ৷ আর তার পরই তিনি এই মন্তব্য করেছেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : গোয়া-ত্রিপুরার ভোটে বহিরাগত তকমা মমতা-অভিষেকের কাছে ব্যুমেরাং হবে কি ?
লিয়েন্ডারের মতে, দেশের বর্তমান অবস্থায় মানুষকে ধর্ম-বর্ণের ভিত্তিতে ভাগ করা হয় ৷ তাঁকেও এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ৷ তাঁর মা বাঙালি, বাবা গোয়ান ৷ কিন্তু তিনি ভারতীয় ৷ তার পরও এই ধরনের প্রশ্ন তাঁকে ব্যথা দেয় বলেই স্পষ্ট জানিয়েছেন লিয়েন্ডার ৷ পদ্মভূষণ জয়ী এই ক্রীড়াবিদের মতে, সুস্থ ও সুখী দেশ গড়ে তুলতে ভালো প্রশাসনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ৷
তিনি যে কথাগুলি বলছেন, তার অধিকাংশই সবসময় প্রতিধ্বনিত হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) গলায় ৷ এখন অবশ্য মমতা তাঁরও দলনেত্রী ৷ সেই দলনেত্রীই কয়েকদিন আগে গোয়ায় (Goa) তাঁকে ঘাসফুল শিবিরে স্বাগত জানিয়েছেন ৷ তাঁকে রাজনীতিতে জায়গা করে দেওয়ার জন্য তাই তৃণমূল নেত্রীকে ধন্যবাদও দিয়েছেন লিয়েন্ডার ৷
আরও পড়ুন :Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা
কারণ, তিনি খুব ছোট বয়স থেকেই রাজনীতিতে আসতে চেয়েছেন ৷ 2014 সালেও একবার ভেবেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ৷ তা অবশেষে ঘটল আরও সাত বছর পর ৷ আর যাঁর হাত ধরে তিনি রাজনীতিতে এলেন এই ‘চ্যাম্পিয়ন’, সেই মমতাকে লিয়েন্ডার ‘সহজাত নেত্রী’ বলছেন ৷