পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal Ghosh on SSC Recruitment Scam : ব্রাত্যর জমানায় শিক্ষক নিয়োগে অনিয়ম হয়নি, পার্থকে ইঙ্গিত কুণালের - Bengal Former Education Minister

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে (SSC Recruitment Scam) ৷ সম্প্রতি এই নিয়ে শুরু হয়েছে সিবিআই তদন্ত (CBI Probe on SSC Recruitment Scam) ৷ তার মাঝে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ইঙ্গিত দিলেন, শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামানায় (TMC Leader Kunal Ghosh hints that SSC Scam Happened in Partha Chatterjee Regime) ৷

tmc-leader-kunal-ghosh-hints-that-ssc-scam-happened-in-partha-chatterjee-regime
Kunal Ghosh on SSC Recruitment Scam : শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে পার্থ জামানায়, ইঙ্গিত কুণালের

By

Published : Apr 8, 2022, 7:09 PM IST

Updated : Apr 8, 2022, 7:56 PM IST

কলকাতা, 8 এপ্রিল : বিতর্কিত বিষয়ে জবাব দিতে গিয়ে উলটে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) । প্রতিদিনের মতোই সামগ্রিক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে এসে দলের মহাসচিবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন এই তৃণমূল মুখপাত্র ।

শিক্ষক নিয়োগ নিয়ে গরমিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh on SSC Recruitment Scam) জানান, শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bengal Education Minister Bratya Basu) আমলে ঘটেনি । তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Bengal Former Education Minister) ।

এসব বলে বাস্তবে তৃণমূল মহাসচিবের ঘাড়ে শিক্ষক নিয়ে দুর্নীতির যাবতীয় দায় চাপিয়ে দিলেন তিনি, অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

শিক্ষক নিয়োগের মামলায় সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার । এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় । কুণাল ঘোষ এর জবাবে বলেন, ‘‘আমি এই নিয়ে একটি কথাও বলব না । এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা, যে বিষয়টি আমি জানি না এবং যে বিষয়টি আমার এক্তিয়ারে পড়ে না, তা নিয়ে আমি বলতে পারব না । এটা প্রশাসনিক বিষয় ।’’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি শুধু জানি একটা সময় শিক্ষকদের একাংশদের একটি বিক্ষোভ চলছিল । সেই ধরনা পর মাননীয় মুখ্যমন্ত্রী 10 জনের একটি কমিটি গড়ে দেন । এক্ষেত্রে পাঁচজন ছিলেন হবু শিক্ষক এবং 5 জন ছিলেন প্রশাসনের তরফ থেকে । কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করেছেন । এরপরেও অভিযোগ থাকতেই পারে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) দিক থেকে যা যা কাজ করার তা তিনি করে দিয়েছিলেন ।’’

এর পরই তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘এরপরেও যদি থাকে প্রশাসনিক বিষয়ে আমার জানার কথা নয় । পার্টির মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী (পার্থ চট্টোপাধ্যায়) বোধহয় বিষয়টি বুঝিয়ে বলতে পারবেন ।’’

তখন সংবাদমাধ্যমের থেকে প্রশ্ন তোলা হয়, আপনি বলছেন অনিয়ম বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জামানায় হয়নি ৷ তাহলে কি আপনি বলতে চাইছেন তা তৃণমূল মহাসচিবের আমলে হয়েছিল ?

জবাবে কুণাল ঘোষ বলেন, ‘‘আমি কিছুই বলতে চাইনি । আমি বলেছি যে বিষয়টি আমি জানি না, তা নিয়ে আমি বলতে পারব না । দেখুন এটা প্রশাসনিক বিষয়, দলের বিষয় নয় ৷ ফলে এ বিষয়ে আমি বলতে পারব না । পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী, অন্যদিক থেকে দলের মহাসচিব ৷ কারও কোনও প্রশ্ন থাকলে, তাঁর কাছে গেলে উনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন । এটা প্রশাসনিক ব্যাপার, হয়তো উনি জানবেন ৷ আমি জানব না ।’’

কুণাল ঘোষের এহেন বক্তব্যের জেরে তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে যে অন্তর্দ্বন্দ্বের ছবি শাসকদলের অন্দরে দেখা গিয়েছিল, তা কি এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি !

আরও পড়ুন :SSC Recruitment Scam Case : নিজাম প্যালেসে হাজিরা এসএসসির প্রাক্তন উপদেষ্টা-সহ চারজনের

Last Updated : Apr 8, 2022, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details