কলকাতা, 2 এপ্রিল : রাজ্যপাল জগদীপ ধনকড়ের সুস্থতা কামনা করতে গিয়েও কটাক্ষ করলেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh Controversial Tweet on Dhankhar Health) ৷ তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক রাজ্যপালের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির প্রার্থনাও করলেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল রাজ্যপালের অসুস্থতার বিষয়টি সামনে আসে ৷ গতকাল, শুক্রবার তাঁর উপস্থিত থাকার কথা ছিল উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে ৷ রাজভবন সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে রাজ্যপাল ধনকড় মাঝপথ থেকেই ফিরে আসেন ৷
শনিবার এই নিয়ে একলাইনের একটি টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ তিনি লিখেছেন, ‘‘রাজ্যপালের শারীরিক ও মানসিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি ৷’’
প্রসঙ্গত, কেউ অসুস্থ হলে তাঁর সুস্থতা কামনা করাই শিষ্টাচার ৷ কিন্তু শারীরিক অসুস্থার প্রসঙ্গ তুলে কটাক্ষ করাকে রাজনৈতিক অসৌজন্যতা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
এই নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তৃণমূলের সঙ্গে রোজই নানা কারণে রাজ্যপালের (Bengal Governor Jagdeep Dhankhar) বিবাদ লেগে থাকে ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee's Government) থেকে বিভিন্ন তথ্য চান, সমালোচনা করেন প্রয়োজনে ৷ তা নিয়ে তাঁকে কটাক্ষও করে তৃণমূল ৷ কিন্তু শনিবার রাজ্যপালের মানসিক সুস্থতা চেয়ে কুণাল কার্যত বোঝানোর চেষ্টা করলেন যে, ধনকড় মানসিকভাবে অসুস্থ ৷
অন্যদিকে টুইট করার পাশাপাশি এদিন একটি সাংবাদিক বৈঠকও করেন কুণাল ৷ সেখানে কেন্দ্রীয় সরকারকে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণ করেন ৷ শনিবার তিনি প্রশ্ন তোলেন, ভোটের সময় পেট্রল-ডিজেলের দাম বাড়ল না ৷ অথচ ভোট পার হতেই কেন এভাবে দাম বাড়ল (Kunal Ghosh Raised Question over Petrol Diesel Price Hike) ?
আরও পড়ুন :Governor Illness : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী