কলকাতা, 7 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেল হেফাজত নিয়ে মন্তব্যের পর মুখপাত্র থেকে সূত্রধর হয়ে গেলেন কুণাল ঘোষ (TMC leader Kunal Ghosh) । আবেগতাড়িত হয়ে নিজেই জানালেন জীবনের ওঠা-পড়া যাতে গায়ে না লাগে সেজন্য তিনি বোরোলিন মেখে চলেন ।
শোনা গিয়েছে, কুণাল ঘোষের মন্তব্যে অসন্তুষ্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । একবার নয় বারবার নাকি ব্যক্তিগত মঞ্চ এবং দল দুটি বিষয়কে গুলিয়ে ফেলছেন তিনি । বিশেষ করে পার্থর জেল হেফাজত নিয়ে মন্তব্য বেশ দৃষ্টিকটুও আর সে কারণেই 14 দিনের জন্য তাঁকে দলের তরফ থেকে সেন্সর করা হয়েছে অর্থাৎ মুখপাত্র হিসাবে কথা বলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সূত্রের খবর । যদিও এই শাস্তির কথা আনুষ্ঠানিক ভাবে দলের তরফে জানানো হয়নি । এরপর রবিবার এই নিয়ে প্রশ্ন করা হলে কুণালের গলায় শোনা গেল অভিমানের সুর ।
সুকিয়া স্ট্রিটে বসে তিনি বলেন, "আমি তৃণমূল কংগ্রেসের কঠিন দিনের সৈনিক । আমি ছিলাম, আছি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক থাকব । দল করতে গেলে বহু সময় দলের নানা বক্তব্য মানতে হয় । আমি মানি । সেইসঙ্গে আগাগোড়া আমি বোরোলিন মেখে চলি । এর ফলে জীবনের ওঠাপড়া আমার গায়ে লাগে না । আমার মন বলছে আমি তৃণমূলকে ভালোবাসি, আমি তৃণমূল করি ।"