পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়া ভাল, কংগ্রেসকে বার্তা কুণালের - Narendra Modi

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস 40 শতাংশ মহিলা প্রার্থী দেবে ৷ মঙ্গলবার ঘোষণা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ ঠিক তার পর দিনই এই ইস্যুতে কংগ্রেসকেই বিঁধল তৃণমূল ৷

tmc leader kunal ghosh attacks congress leader priyanka gandhi on seat reservation for women issue
Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়াই ভালো হবে, কংগ্রেসকে বার্তা কুণালের

By

Published : Oct 20, 2021, 6:29 PM IST

কলকাতা, 20 অক্টোবর : বিজেপির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata Banerjee) ৷ কংগ্রেসের উদ্দেশ্যে ফের এই বার্তা ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার তাদের হাতিয়ার উত্তরপ্রদেশে কংগ্রেসের মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ ৷

বুধবার এই নিয়ে টুইট করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি লিখেছেন, ‘‘সব থেকে বেশি মহিলা প্রার্থী @AITCofficial-র (তৃণমূল কংগ্রেস) । 2019 লোকসভায় 51% । 2021 বিধানসভায়-এ 291 প্রার্থীর মধ্যে 50 । পুরসভা, পঞ্চায়েতেও তাই । @MamataOfficial (মমতা বন্দ্যোপাধ্যায়) অনেক আগেই নারীশক্তিকে এগিয়ে দিয়েছেন ।’’

আরও পড়ুন :Priyanka Gandhi Vadra : 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অস্ত্র নারীশক্তি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গতকাল, মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ তিনি জানিয়ে দেন, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস 40 শতাংশ মহিলা প্রার্থী দেবে ৷

সাংবাদিক বৈঠকের একেবারে শেষের দিকে তাঁকে জানানো হয় যে মমতা এই কাজ আগেই করেছেন ৷ উত্তরে প্রিয়াঙ্কা জানান, এই বিষয়টি তাঁর জানা নেই ৷ করে থাকলে ভাল করেছেন ৷ ঠিক তার পর দিনই এই ইস্যুতে কংগ্রেসকেই বিঁধল তৃণমূল ৷

আরও পড়ুন :Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল

উল্লেখ্য, গত 2 মে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ের হ্যাটট্রিক করেছেন মমতা ৷ তার পর তিনি জাতীয় স্তরে তিনিই মোদি বিরোধী বিকল্প হয়ে উঠেছেন ৷ গত কয়েকমাসে তাঁকে কেন্দ্র করেই বিজেপি বিরোধী জোটকে দানা বাঁধতে দেখা গিয়েছে ৷

এমনকী, কংগ্রেস ছেড়ে হেভিওয়েট নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁদের কেউ অসমের তো কেউ গোয়ার ৷ এই পরিস্থিতি তৃণমূল এখন নিজেদের আসল কংগ্রেস বলে দাবি করছে ৷ আর রাহুল-প্রিয়াঙ্কাদের দলকে পচা ডোবা বলে কটাক্ষ করছে ৷

আরও পড়ুন :Tripura TMC : তেইশের বিধানসভা নির্বাচনের ওয়ার্ম আপ, ত্রিপুরার পুরভোটে নজর তৃণমূলের

2024 সালের লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে মমতাকেই মুখ করে লড়াই করা উচিত সেটাও স্পষ্ট করার চেষ্টা করছে বঙ্গের শাসক দল ৷ কংগ্রেসের মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ ইস্যুতেও সেই বিষয়টি মনে করে দিয়েছেন কুণাল ঘোষ ৷

তিনি লিখেছেন, ‘‘@priyankagandhi (প্রিয়াঙ্কা গান্ধি) জানতেন না । ফলে, দিদি যা যা পারেন, সেগুলো করতে ওঁকেই সামনে রাখলে ভাল হবে ।’’

আরও পড়ুন :BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের

ABOUT THE AUTHOR

...view details