কলকাতা, 20 অক্টোবর : বিজেপির বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata Banerjee) ৷ কংগ্রেসের উদ্দেশ্যে ফের এই বার্তা ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার তাদের হাতিয়ার উত্তরপ্রদেশে কংগ্রেসের মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ ৷
বুধবার এই নিয়ে টুইট করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি লিখেছেন, ‘‘সব থেকে বেশি মহিলা প্রার্থী @AITCofficial-র (তৃণমূল কংগ্রেস) । 2019 লোকসভায় 51% । 2021 বিধানসভায়-এ 291 প্রার্থীর মধ্যে 50 । পুরসভা, পঞ্চায়েতেও তাই । @MamataOfficial (মমতা বন্দ্যোপাধ্যায়) অনেক আগেই নারীশক্তিকে এগিয়ে দিয়েছেন ।’’
আরও পড়ুন :Priyanka Gandhi Vadra : 40 শতাংশ আসনে মহিলা প্রার্থী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার অস্ত্র নারীশক্তি
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গতকাল, মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ তিনি জানিয়ে দেন, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস 40 শতাংশ মহিলা প্রার্থী দেবে ৷
সাংবাদিক বৈঠকের একেবারে শেষের দিকে তাঁকে জানানো হয় যে মমতা এই কাজ আগেই করেছেন ৷ উত্তরে প্রিয়াঙ্কা জানান, এই বিষয়টি তাঁর জানা নেই ৷ করে থাকলে ভাল করেছেন ৷ ঠিক তার পর দিনই এই ইস্যুতে কংগ্রেসকেই বিঁধল তৃণমূল ৷
আরও পড়ুন :Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল