কলকাতা, 30 জুলাই:চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ ঘিরে যখন রণক্ষেত্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিস ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তরফে সমস্যা সমাধানে আরও কিছুটা সময় চাওয়া হল ৷ সাংবাদিক সম্মলন করে শনিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান তাঁদের আরও খানিকটা সময় দিতে হবে (TMC leader Kunal Ghosh said government is trying to solve the issue ) ৷ অভিষেক নিজে সমস্যার সমাধানের চেষ্টা করছেন ৷ তবে গোটা প্রক্রিয়াটাই খুব জটিল বলে সমাধান করতে সময় লাগবে ৷
পাশাপাশি শিক্ষক পদে চাকরির দাবি নিয়ে আরও যাঁরা অভিষেকের সঙ্গে দেখা করতে চান তাঁদের স্মারকলিপি জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন কুণাল ৷ পরে একটি টুইটে চাকরি প্রার্থীদের কাছে তাঁর আবেদন, 'বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা অকারণে আপনাদের উত্তেজিত করতে চাইছেন ৷ কিন্তু আপনারা তাঁদের প্ররোচনায় পা দেবেন না ৷ কেউ কেউ ভুল করেছে ৷ আর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও হয়েছে ৷ এখন মুখ্যমন্ত্রী এবং অভিষেক আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন ৷ দয়া করে সহযোগিতা করুন ৷'