পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যুবতিকে অশ্লীল মেসেজ ও ভিডিয়ো, অভিযুক্ত বেলগাছিয়ার স্থানীয় নেতা - তৃণমূল নেতা শাহাদত হোসেন

যুবতিকে উত্যক্ত করার অভিযোগ বেলগাছিয়ার স্থানীয় তৃণমূল নেতা শাহদাত হোসেনের বিরুদ্ধে ৷ পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ওই যুবতি ৷

TMC leader molesting woman
তৃণমূল নেতার বিরুদ্ধে যুবতীকে উত্যক্ত করার অভিযোগ

By

Published : Feb 10, 2020, 5:08 PM IST

Updated : Feb 10, 2020, 8:53 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : যুবতিকে উত্ত্যক্ত করার অভিযোগ বেলগাছিয়ার স্থানীয় তৃণমূল নেতা শাহদাত হোসেনের বিরুদ্ধে ৷ উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ তবে পুলিশ শাহদতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

যুবতির অভিযোগ, তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল শাহদাত ৷ তবে তিনি রাজি হননি ৷ সেকারণে গত তিনবছর ধরে তাঁকে উত্ত্যক্ত করছিল শাহদাত ৷ যুবতির আরও অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি দিতে শুরু করে ও অশ্লীল SMS পাঠাতে শুরু করে শাহদাত ৷

থানায় দায়ের করা অভিযোগপত্রে যুবতি জানিয়েছেন, তাঁর নম্বর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় শাহদাত ৷ প্রতিবাদ করায় শাহদাত ও তার দাদা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় ৷ শাহদতের পরিবারও নাকি এর সঙ্গে যুক্ত ৷

পুলিশের তরফে জানা গেছে, ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷

তৃণমূল নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

এদিকে অভিযুক্ত শাহাদতের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ আমাদের প্রতিনিধি তাঁকে ফোন করলে সুইচড অফ ছিল ৷ পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টির খোঁজ নেবেন বলেছেন ৷ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি ৷

Last Updated : Feb 10, 2020, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details