কলকাতা, 25 মার্চ : বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Directs CBI to Investigate Bagtui Case) ৷ কিন্তু সেই তদন্তের নিরপেক্ষতা নিয়ে কার্যত প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim Raise Question over CBI Impartiality) ৷ রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী ও কলকাতার মেয়রের বক্তব্য, ‘‘আদালত আগে বলেছিল এদের (সিবিআই) তোতা পাখি । সিবিআই তদন্তে পক্ষপাতিত্ব হয় । এটা আমি না কোর্ট বলেছে ।’’
এই নিয়ে তাঁর আরও বক্তব্য, ‘‘বারবার করে বলছি কোর্ট বলেছে, দেশের সবথেকে ভাল ভাল আধিকারিকরা আছেন সিবিআই, ইডি, এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় । তাঁদের নষ্ট করে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ । তাঁদের নষ্ট করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের, প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ । আমরা তো সম্প্রতি দেখতে পাচ্ছি সিবিআই কী করছে !’’
প্রসঙ্গত, সোমবার থেকে রাজনৈতিক খুন, পাল্টা খুন ঘিরে উত্তপ্ত বীরভূম ৷ সেখানকার রামপুরহাটে প্রথম এক তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে ৷ তার কয়েক ঘণ্টার মধ্যে এলাকার বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অভিযোগ, তার মধ্যে একটি বাড়িতে আটজনকে পুড়িয়ে মারা হয় (Rampurhat Massacre) ৷
Firhad on CBI : আদালতই বলেছিল সিবিআই তদন্তে পক্ষপাতিত্ব হয়, বগটুই নিয়ে দাবি ফিরহাদের এই ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ঘটনাস্থলে গিয়েছেন ৷ ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দিয়েছেন ৷ পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল বা সিট ৷ সব মিলিয়ে 21 জন ধরা পড়েছে এই ঘটনায় ৷
তার পরও কলকাতা হাইকোর্ট শুক্রবার এই ঘটনায় সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী রাজনৈতিক নেতারা ৷ বিজেপির দাবি, সিবিআই এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে ৷ যা নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘এরা নিরপেক্ষ তদন্ত করবে ! তাহলে আমি জেলে ছিলাম, শুভেন্দু বাইরে ছিল কেন ? নিরপেক্ষ তদন্ত হচ্ছে ?’’ এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘সিবিআই আদলাদা করে এতে কী করবে আমার জানা নেই । সিট তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল । বাংলায় তদন্ত নিয়ে কোনও পক্ষপাতিত্ব হয় না ।’’
অন্যদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হওয়া আনারুল হোসেনের দাবি, তিনি নির্দোষ ৷ তাঁকে ফাঁসানো হয়েছে ৷ এই নিয়ে অবশ্য ফিরহাদ হাকিম কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি বলেন, ‘‘আমি কোনও মন্তব্য করব না । আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করেছে । তবে আমার মন্তব্য করা উচিত নয় । আমি হাইকোর্টের বিরুদ্ধে কিছু বলব না ।’’
আরও পড়ুন :CBI to Investigate Rampurhat Massacre : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের