কলকাতা, 25 জুন : "গুজরাত দাঙ্গা নরেন্দ্র মোদির কলঙ্ক ৷ যতদিন তিনি বেঁচে থাকবেন এই দাগ তাঁর গায়ে থাকবে ৷" শনিবার এই মন্তব্য করেন তৃণমূল নেতা তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ শুক্রবারই সুপ্রিমকোর্ট গুজরাত হিংসায় ক্লিনচিট দিয়েছে সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন ফিরহাদ (TMC leader Firhad Hakim criticises PM Narendra Modi) ৷
সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে শনিবার বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর দাবি, গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করার যে চক্রান্ত করেছিল বিরোধীরা সেই কলঙ্ক আজ মুছে গিয়েছে । বিরোধীদের উচিত নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাওয়া । শাহের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম ।