পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Firhad Hakim Criticises Pm Modi: গুজরাত দাঙ্গার কলঙ্ক নরেন্দ্র মোদির গায়ে আজীবন লেগে থাকবে, মন্তব্য ফিরহাদের - মোদিকে কটাক্ষ ফিরহাদের

সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে শনিবার বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শাহের বক্তব্যের পালটা জবাবও দিয়েছেন ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) ।

Firhad Criticises Modi
কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Jun 25, 2022, 7:01 PM IST

কলকাতা, 25 জুন : "গুজরাত দাঙ্গা নরেন্দ্র মোদির কলঙ্ক ৷ যতদিন তিনি বেঁচে থাকবেন এই দাগ তাঁর গায়ে থাকবে ৷" শনিবার এই মন্তব্য করেন তৃণমূল নেতা তথা কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ শুক্রবারই সুপ্রিমকোর্ট গুজরাত হিংসায় ক্লিনচিট দিয়েছে সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই প্রসঙ্গেই এদিন এই মন্তব্য করেন ফিরহাদ (TMC leader Firhad Hakim criticises PM Narendra Modi) ৷

সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে শনিবার বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তাঁর দাবি, গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করার যে চক্রান্ত করেছিল বিরোধীরা সেই কলঙ্ক আজ মুছে গিয়েছে । বিরোধীদের উচিত নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাওয়া । শাহের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

আরও পড়ুন : দাদাগিরি তৃণমূল নেতার, সবজি বিক্রেতাকে বাঁশপেটা! ভাইরাল ভিডিয়ো

অমিত শাহের মন্তব্য প্রসঙ্গে এদিন ফিরহাদ এদিন বলেন, "গুজরাত যখন জ্বলছিল তখন কোনও কংগ্রেস সরকার নয় সেখানে বিজেপির নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ছিল । যে পাপটা তুমি করেছ সেটা প্রভাব খাটিয়ে এখানে মাফ করতে পারবে, ভগবানের ঘরে হবে না । গুজরাত দাঙ্গা নরেন্দ্র মোদির নিজের কলঙ্ক । তাই দীর্ঘ দিন এই ঘটনার পরে আমেরিকার ভিসা পাননি মোদি । দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি তাঁকে ডেকে বলেছিলেন রাজধর্ম পালন করো । তাই নরেন্দ্র মোদির এটা কলঙ্ক, তিনি যতদিন বেঁচে থাকবেন তাঁর গায়ে এই দাগ থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details