কলকাতা, 23 মার্চ : রামপুরহাট-কাণ্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা (Bengal Opposition Parties Raised their Voice on Rampurhat Massacre) ৷ এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর দাবি, ‘‘অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে তৎপর হয়ে ওঠেন ।’’
একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক । এই ঘটনাকে কেউ আমরা সমর্থন করি না । পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে ।’’ আর বিরোধীদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘বিরোধীরা সব সময় সব কিছুতেই হইহই করে ওঠে ৷ এটা ঠিক নয় ।’’
প্রসঙ্গত, এদিন সকালেই বগটুই গ্রামে পৌঁছে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বাইকে চেপে গিয়ে গ্রাম থেকে ঘুরে আসেন ৷ কথা বলেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে ৷ কিন্তু পরে পুলিশ ঘটনাস্থলে যেতে সিপিএমের বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘‘এখন সেলিম সাহেব নতুন দায়িত্বে এসেছেন । ঘটনাস্থলে গিয়েছেন একটু নাচানাচি করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে ।’’