কলকাতা, 21 এপ্রিল: কলকাতা পৌর নিগমের হট মিক্স প্লান্টের রাবিশ গাড়ির পর গাড়ি এনে 108 এবং 109 নং ওয়ার্ডের বেশকিছু জলাভূমি ভরাটের চেষ্টা চালানো হচ্ছে (Kolkata pond filling)৷ এমনই গুরুতর অভিযোগ উঠল 108 নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে (hot mix plant rubbish)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এমনই রাবিশ বোঝাই 10টি লরি পুলিশ আটক করলে ঘটনাটি প্রকাশ্যে আসে । জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেগুলি কলকাতা পৌর নিগমের হট মিক্স প্লান্ট থেকে আনা হয়েছে । যদিও এই রাবিশ কলকাতা পৌরনিগম বাইরে বিক্রি করে না । এই রাবিশ দিয়ে মূলত নিচু এলাকার রাস্তাঘাট উঁচু করার কাজ চালায় পৌরনিগম (KMC news)। তাহলে এই রাবিশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ?
পুলিশ উত্তর খুঁজতেই নাম উঠে আসে 108 নম্বর ওয়ার্ডের সেই প্রভাবশালী তৃণমূল নেতার । পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি প্রভাব খাটিয়েই পৌরনিগমের রাবিশের গাড়িগুলি আনিয়েছেন । স্থানীয় সূত্রে খবর, এটা একদিনের ব্যাপার নয় ৷ কয়েকটি গাড়িরও ব্যাপার নয় । প্রায় দিনই এমন একাধিক লরি করে রাবিশ এনে জলা ভরাটের কাজ চলছে । সম্প্রতি গুলশন কলোনি ও তার লাগোয়া এলাকায় এই কাজ চলছে ।
আরও পড়ুন:পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, হাইকোর্টের নির্দেশে ভাঙা হল তৃণমূল নেতার বাড়ি
এই ঘটনায় কলকাতা পৌরনিগমের পরিবেশ ও পুকুরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানাচ্ছেন, "কলকাতা পৌর নিগমের গৃহীত সিদ্ধান্ত, শহরের বুকে আর একটিও জলা ভরাট করা যাবে না । 1977 সালের পর থেকে কলকাতার একাধিক জলাশয় ভরাট হয়েছে । যার জেরে শহরের ইকো ব্যালান্স নষ্ট হয়েছে । তৃণমূলের আমলে এমনটা হবে না । প্রভাবশালী কোনও নেতা যদি এই কাজ করে থাকে আমরা খোঁজ নেব । যত বড়ই প্রভাবশালী নেতা হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্যায়টা অন্যায় হিসেবেই বিবেচিত হয় ৷"