কলকাতা, 1 নভেম্বর: কংগ্রেসের জন্য বসে না থেকে নিজেদের শিকড় বিস্তারের বার্তা দিয়েছেন নেত্রী । তাঁর সেই লক্ষ্যপূরণেই এবার গোয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সব কিছু ঠিক থাকলে, কালীপুজোর পরই অভিষেক গোয়া রওনা দেবেন বলে দলীয় সূত্রে খবর ।
আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন । ত্রিপুরার মতো সেখানেও বিজেপিকে টক্কর দিতে নেমেছে তৃণমূল । তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোয়া উড়ে গিয়েছিলেন । সেখানে টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং অভিনেত্রী নাফিসা আলির মতো বেশ কয়েকজনকে দলে যোগদান করান তিনি ।
আরও পড়ুন:Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ
সে সব সেরে মমতা কলকাতায় ফেরার 48 ঘণ্টার মধ্যেই এবার অভিষেকের গোয়া সফরের কথা সামনে এল । দলনেত্রী গোয়ায় অভিষেককে তারকা প্রচারকের দায়িত্ব সঁপেছেন বলে জানা গিয়েছে, যাতে সেখানেও যুবসমাজের মধ্যে তৃণমূলের গ্রহণযোগ্যতা তৈরি হয় ।
গোয়ায় তৃণমূলের ক্ষমতা দখলের সম্ভাবনা কতটা, তা নিয়ে দ্বিমত থাকলেও, কংগ্রেসের গড়িমসিতে সেখানে বিজেপির প্রধান প্রতিপক্ষ হওয়ার দৌড়ে যে তৃণমূল অনেকটাই এগিয়ে, তা একবাক্যে স্বীকার করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন:Train Passengers Protest: লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে নলপুরে বিক্ষোভ যাত্রীদের
যে কারণে বাংলায় বিজেপিকে ‘বহিরাগত’ বলে দাগিয়ে দেওয়ার তৃণমূল গোয়ায় ভূমিপুত্রের হাতেই ক্ষমতা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷ আর সেই কারণেই অভিষেকের সফর ঘিরে আরও প্রত্যাশ্যা তৈরি হচ্ছে ৷ তাঁর হাত ধরে আরও কিছু হাই-প্রোফাইল তারকা এবং রাজনীতিক জোড়াফুলে যোগ দিতে পারেন বলে খবর ৷