কলকাতা, 5 সেপ্টেম্বর: বিচারপতি রাজা শেখর মান্থার ডিটারমিনেশন (মামলার বিষয়) পরিবর্তন করার দাবিতে আজও বিক্ষোভ কলকাতা হাইকোর্টে (Calcutta HC) ৷ মূলত, পুলিশি নিষ্ক্রিয়তার সব মামলা বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Shekhar Mantha) এজলাসে পাঠিয়েছেন প্রধান বিচারপতি ৷ যা নিয়ে তৃণমূলের আইনজীবী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে রাজা শেখর মান্থার এজলাসের সামনে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে ৷ তাঁদের দাবি, সেই মামলাগুলি দ্রুত বিচারপতি মান্থার বেঞ্চ থেকে সরাতে হবে ৷ আর এই দাবিতে আজও ওই আইনজীবীরা বিচারপতি মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিষয়টি নিয়ে এ দিন অন্যান্য আইনজীবী সংগঠনগুলি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ৷
বিজেপি পন্থী আইনজীবী হিসাবে পরিচিত বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘‘বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে ঢোকার ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি করা হচ্ছে ৷ আমি প্রধান বিচারপতিকে বলেছি কোর্ট রুমের বাইরে যা ঘটছে, তার ভিডিয়ো রেকর্ডিং করা হোক ৷ কোনওরকম রেজিলিউশন ছাড়া এটা করা যায় না ৷ আমরা জোর করে ঢুকছি বিচারপতির ঘরে ৷ যে ঘটনা ঘটছে সমস্তটার ভিডিয়োগ্রাফির নির্দেশ দেওয়া হোক ৷’’