পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta HC: বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে পুলিশি নিষ্ক্রিয়তার সব মামলা, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলপন্থী আইনজীবীদের - Justice Raja Shekhar Mantha

বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Shekhar Mantha) বেঞ্চ থেকে পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত সব মামলা সরানোর দাবিতে আজও বিক্ষোভ কলকাতা হাইকোর্টে (Calcutta HC) ৷ গত কয়েকদিন ধরে তৃণমূলপন্থী আইনজীবীরা এই বিক্ষোভ করছেন ৷ যা নিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেছেন, বিরোধী আইনজীবীরা ৷

tmc-lawyers-agitation-in-front-of-justice-raja-shekhar-manthas-court-room-in-calcutta-hc
tmc-lawyers-agitation-in-front-of-justice-raja-shekhar-manthas-court-room-in-calcutta-hc

By

Published : Sep 5, 2022, 2:00 PM IST

Updated : Sep 5, 2022, 8:17 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: বিচারপতি রাজা শেখর মান্থার ডিটারমিনেশন (মামলার বিষয়) পরিবর্তন করার দাবিতে আজও বিক্ষোভ কলকাতা হাইকোর্টে (Calcutta HC) ৷ মূলত, পুলিশি নিষ্ক্রিয়তার সব মামলা বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Shekhar Mantha) এজলাসে পাঠিয়েছেন প্রধান বিচারপতি ৷ যা নিয়ে তৃণমূলের আইনজীবী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে রাজা শেখর মান্থার এজলাসের সামনে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে ৷ তাঁদের দাবি, সেই মামলাগুলি দ্রুত বিচারপতি মান্থার বেঞ্চ থেকে সরাতে হবে ৷ আর এই দাবিতে আজও ওই আইনজীবীরা বিচারপতি মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিষয়টি নিয়ে এ দিন অন্যান্য আইনজীবী সংগঠনগুলি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ৷

বিজেপি পন্থী আইনজীবী হিসাবে পরিচিত বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘‘বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে ঢোকার ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি করা হচ্ছে ৷ আমি প্রধান বিচারপতিকে বলেছি কোর্ট রুমের বাইরে যা ঘটছে, তার ভিডিয়ো রেকর্ডিং করা হোক ৷ কোনওরকম রেজিলিউশন ছাড়া এটা করা যায় না ৷ আমরা জোর করে ঢুকছি বিচারপতির ঘরে ৷ যে ঘটনা ঘটছে সমস্তটার ভিডিয়োগ্রাফির নির্দেশ দেওয়া হোক ৷’’

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, ‘‘প্রধান বিচারপতি মাস্টার অফ রোস্টার ৷ তাঁর নির্দেশ তিনি পরিবর্তন করবেন, না বহাল রাখবেন, সেটা কে ঠিক করবে ? সেটা কি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের সদস্যরা ঠিক করবে ?’’ এদিন প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা পরস্পরের মধ্যে সমন্বয় বজায় রাখুন ৷ বার অ্যাসোসিয়েশন এবং বেঞ্চের মধ্যে সুসম্পর্ক রাখুন ৷ যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে ৷’’

আরও পড়ুন:ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল

উল্লেখ্য, পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত সব মামলার শুনানির দায়িত্ব কয়েকদিন আগে বিচারপতি রাজা শেখর মান্থাকে দিয়েছেন প্রধান বিচারপতি ৷ সঙ্গে সিবিআই ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যুক্ত মামলা শোনার দায়িত্ব ও তাকেই দেওয়া হয়েছে। তারপর থেকেই শাসক দল পন্থী আইনজীবীরা বিক্ষোভ শুরু করেছেন বেঞ্চ পরিবর্তন করার দাবিতে।কারন বিচারপতি রাজা শেখর মান্থা বিজেপির প্রতি পক্ষপাত মুলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে ৷

Last Updated : Sep 5, 2022, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details