কলকাতা, 18 জানুয়ারি : কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভের আঁচ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টেও ৷ মঙ্গলবার শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা (tmc lawyers agitation against kalyan banerjee at calcutta high court) ৷ আদালতের সামনে এমন বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় ৷
আরও পড়ুন :BJP on Kalyan Banerjee : কল্যাণের সমর্থনে তৃণমূলকে খোঁচা শ্রীরামপুর বিজেপি নেতৃত্বের
যদিও তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) সিন্ডিকেট রাজের হোতা ৷ কলকাতা হাইকোর্টে থেকে সরকারের যত না উপকার করেছেন, তার থেকে বেশি স্বজনপোষণ এবং সিন্ডিকেট রাজ করেছেন ৷ তাই বিক্ষোভকারীরা স্লোগান তুলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিপাত যাক ৷
বিক্ষোভকারীদের তরফে আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনার প্রতিবাদে আজ আইনজীবীরা সরব হয়েছেন । কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে থেকে তৃণমূল দলের জন্য কি করেছেন ? তিনি শুধু নিজের ঘর গুছিয়েছেন। নিজের ছেলের যোগ্যতা না থাকা সত্ত্বেও সরকারি আনুকূল্যে কলকাতা হাইকোর্ট একটা চেম্বার পেয়েছেন । কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন । এমনকি কিছু বিচারপতির সঙ্গে খারাপ আচরণ করেছেন ৷ যার ফলে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে ।’’