কলকাতা, 27 জুলাই : লড়াইয়ে বিজেপিকে পর্যুদস্তু করতে ত্রিপুরাকেই হটস্পট হিসাবে বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল । উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে সংগঠন মজবুত করতে তাই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির । আর ঠিক সেই সময় দলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) কর্মীদের 'আটকে' রাখার অভিযোগ উঠেছে আগরতলায় । এই অবস্থায় রাজ্যের তিন নেতাকে ত্রিপুরা পাঠাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার সকালেই আগরতলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ।
গত এক সপ্তাহ ধরে আগরতলা-সহ গোটা রাজ্যে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাকের টিম তৃণমূলের হয়ে জনমত সমীক্ষা চালাচ্ছে । অভিযোগ, রবিবার রাত একটা থেকে ত্রিপুরার একটি হোটেলে আটক করে রাখা হয়েছে 23 জন আইপ্যাক কর্মীকে । পরিচয় জানার নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । যদিও ত্রিপুরার পুলিশের দাবি, করোনার সময় রাজ্যের হোটেলে বহিরাগতরা থাকছিলেন । তাঁরা কোভিড বিধি ভাঙছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । তাই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওঁদের ।
তৃণমূল সূত্রে খবর, বুধবার সকাল 9টা 20 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা । আগরতলা পৌঁছে আইপ্যাকের 23 জন কর্মীকে মুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তাঁদের । আইপ্যাকের কর্মীদের মুক্ত করার পাশাপাশি দলীয় সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন তাঁরা । কথা হতে পারে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও ।