কলকাতা, 3 নভেম্বর: উপনির্বাচনের ফলপ্রকাশের পরেই কলকাতা পৌরনিগম-সহ অন্যান্য পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন (Civic Polls) কবে হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, পরাজয়ের ভয়েই তৃণমূল এখনই নির্বাচনের পথে এগোতে চাইছে । দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ তাঁর দাবি, রাজ্যে যেখানে যে নির্বাচনই হোক, জিতবে তৃণমূলই ৷ শুভেন্দুর মন্তব্যেরও জবাব দিয়েছেন ফিরহাদ ৷
এ দিন তিনি বলেন, রাজ্যের যে কোনও প্রান্তে পৌর নির্বাচন হতে পারে । তৃণমূল নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে । তার কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করে । মানুষের স্বার্থে ও মঙ্গলের জন্য কাজ করে । এই কারণেই মানুষের আস্থা অর্জন করতে পেরেছে তৃণমূল । পৌর নির্বাচন যে কোনদিনই হতে পারে । তবে যে দিনই পৌর নির্বাচন হোক না কেন, তৃণমূলই জয়লাভ করবে ।
দিলীপ ঘোষের পৌর নির্বাচন নিয়ে মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, যে কোনও নির্বাচনের ফলাফলের পরই বিজেপি অভিযোগ করছে, ভোটারদের প্রভাবিত করে ভোটদান করতে দিচ্ছে না তৃণমূল । যদি তৃণমূল ভোটারদের প্রভাবিত করে মারধর করে ভোট দিতে বাধা দেয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী কী করছিল ? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও একহাত নেন ফিরহাদ ৷
আরও পড়ুন:Tathagata Roy: কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে