পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tripura TMC : বারবার বাধা, ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল

ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল ৷ 15 এবং 16 সেপ্টেম্বর প্রতিবাদ মিছিলের পরিকল্পনা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ তবে তার অনুমতি দেয়নি প্রশাসন ৷ তা নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে বিপ্লব দেবকে আক্রমণ-ও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ৷ বারবার এমন বাধার মুখে পড়েই কৌশল বদলের সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির ৷

ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল
ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল

By

Published : Sep 14, 2021, 1:34 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : একবার নয়, বারবার তৃণমূলের (All India Trinamool Congress) কর্মসূচিতে ত্রিপুরায় পুলিশের (Tripura police) আপত্তি । এই অবস্থায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছে বাংলার প্রতিবেশী রাজ্যের সরকার কোনও ভাবেই তৃণমূলকে কোনও কর্মসূচির জন্য অনুমতি দিতে চায় না । সে কারণেই বারবার তৃণমূলের কর্মসূচির আবেদন পুলিশের মাধ্যমে বাতিল করা হচ্ছে । এই অবস্থায় তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার ত্রিপুরা নিয়ে কৌশল বদল করা হবে । পূর্বঘোষিত কর্মসূচি নয়, আকস্মিক কর্মসূচি নেওয়ার পথে হাঁটতে পারে তারা । পশ্চিমবঙ্গের শাসকদলের তরফ থেকে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে ।

আগামী 15 এবং 16 তারিখ প্রতিবাদ মিছিলের পরিকল্পনা ছিল তৃণমূলের ৷ পুলিশের তরফে তা অনুমতি দেওয়া হয়নি ৷ তার তীব্র নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ বিপ্লব দেবকে হুঁশিয়ারি-ও দেন তিনি ৷ ত্রিপুরা সরকার ভয় পেয়েছে বলে তীব্র কটাক্ষ করে টুইটারে লেখেন, "ইয়ে ডর হমে আচ্ছা লাগা ৷" পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh) টুইটারে ত্রিপুরা সরকারের নিন্দা করেন ৷ পাশাপাশি জানান, এদিন দলের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

জানা যাচ্ছে কর্মসূচির ক্ষেত্রে কৌশলী অবস্থান নেবে তৃণমূল । তবে ঢাকঢোল পিটিয়ে তা নাও ঘোষণা করা হতে পারে । দলের এক শীর্ষনেতা বলেন, "আসলে ত্রিপুরার শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কর্মসূচি সম্পর্কে এতটাই ভীত যে তাঁরা চান না তৃণমূল মানুষের দরজায় যাক । তাই আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে । তবে বিজেপি বুনো ওল হলে, তৃণমূলও বাঘা তেঁতুল । এভাবে আমাদের আটকে রাখা যাবে না ।"

এ-প্রসঙ্গে ত্রিপুরা তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুবল ভৌমিক (Subal Bhowmick) বলেছেন, "আমাদের যতই আটকানোর চেষ্টা হোক, মিছিল আমরা করবই । মানুষের কাছে পৌঁছানোর থেকে কেউ আমাদের আটকাতে পারবে না । অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ৷ তাঁর কর্মসূচিও হবে । তবে কবে হবে, কীভাবে হবে তা সময়েই জানতে পারবেন ।"

সুবল ভৌমিকের কথা থেকে স্পষ্ট যে কৌশল বদল করছে তৃণমূল । এখন দেখার, এই নয়া কৌশল ত্রিপুরায় তৃণমূলকে কতটা জায়গা তৈরি করে দিতে পারে, তালা কতটা ভেঙে দিতে পারে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইয়ে ডর হমে আচ্ছা লাগা, বিপ্লবকে কটাক্ষ অভিষেকের

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details