কলকাতা, 7 এপ্রিল: 'নো ভোট টু বাবুল' ক্যাম্পেনের মাধ্যমে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রচার শুরু হয়েছিল। বিশেষ করে বাবুল সুপ্রিয় সঙ্গে আসানসোলের একটা অতীত রয়েছে, সেই অতীতকে কাজে লাগিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রের ভোটে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছিল। বৃহস্পতিবার প্রচারে বালিগঞ্জে মিছিল করে মাস্টার স্ট্রোক খেললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Campaign)। মল্লিক বাজারে মিছিল শেষের সভা থেকে তিনি বলেন, "বালিগঞ্জে ভোট বাবুল সুপ্রিয়কে নয়, ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ ভোট দিন সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে।"
তিনি আরও বলেন, "বাবুল সুপ্রিয়কে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। আগামী পাঁচ বছর বালিগঞ্জের দায়িত্ব আমি নিচ্ছি ৷ আপনারা বাবুল সুপ্রিয়কে জিতিয়ে আনুন। বাবুল সুপ্রিয় জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে, জয় বাংলার রাজনীতিতে এসেছেন। প্রার্থী বাবুল সুপ্রিয় নয়, প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। এক নম্বর বোতাম টিপে দুই ও তিন নম্বর দলের জামানাত বাতিল করুন। গত বছরেই ডাক দিয়েছিল আপকি বার দোশও পার । কিন্তু এরা সত্তরে আটকে গিয়েছে।"