কলকাতা, 29 অগস্ট: অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, এই লড়াই দীর্ঘদিনের । একই দলে থাকাকালীন তাঁদের মধ্যে ছিল ঠান্ডা লড়াই । শুভেন্দু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি'তে যোগ দেওয়ার পর এই লড়াই এখন প্রকাশ্যে । সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সেই লড়াই জিইয়ে রেখে রাজ্যের বিরোধী দলনেতাকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নিশানায় এদিন শুভেন্দু ছাড়াও ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Abhishek Banerjee attacks BJP Leaders) ।
ঠিক কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ? এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বলেন, "কোনও ভাববাচ্যে নয়, নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গদ্দার । এরা চায় বাংলাকে অশান্ত করতে । ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা কর ।" অভিষেক এদিন আক্রমণের শুরুটা করেন 100 দিনের কাজ দিয়ে । তিনি বলেন, "ওরা বলছে আমরা রাজ্যের টাকা আটকে দিয়েছি । বিজেপি তোমরা চাও না বাংলার মানুষ ঘর পাক, 100 দিনের কাজ হোক, রাস্তা তৈরি হোক । তাই টাকা আটকে এত গর্ব ।" (Abhishek Banerjee Criticises Suvendu Adhikari)
আরও পড়ুন: আমার অফিসারদের হেনস্থা করলে আমিও অ্যাকশন নেব, হুঁশিয়ারি মমতার