কলকাতা, 22 জানুয়ারি : বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হল বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর ।
কয়েকদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করছেন ৷ দলে থেকেই দলের সমালোচনা করতে দেখা যাচ্ছে তাঁকে ৷ সম্প্রতি লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর তিনি তৃণমূলে নেতৃত্বের একাংশের সমালোচনা করেন ৷ আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ত্যাগ নিয়েও দলের সমালোচনা করতে দেখা যায় তাঁকে ।
লক্ষ্মীরতন শুক্লা যেদিন মন্ত্রিত্ব, বিধায়ক পদ ও তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান, সেদিন বালির বিধায়ক দাবি করেছিলেন যে তৃণমূলের অন্দরে উইপোকার মতো কিছু নেতা দলের ক্ষতি করছে ৷ আর এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব থেকে পদত্যাগকে তিনি ‘ক্ষতি’ বলে ব্যাখ্যা করেন৷
তার পরই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি বৈশালী ডালমিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ৷ এই সিদ্ধান্ত নিয়ে আসলে দলের অন্যদেরও তৃণমূল কংগ্রেস বার্তা দিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত ।
কারণ শুভেন্দু অধিকারীর পথ ধরে ইদানীং অনেকেই তৃণমূল কংগ্রেসে থেকেও দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করছেন ৷ দেখা যাচ্ছে, যাঁরা ক্ষোভপ্রকাশ করছেন তাঁরা হয় বিজেপির দিকে পা বাড়াচ্ছেন অথবা দলে থেকে দাবিদাওয়া আদায় করে নিচ্ছেন ৷ তাই আগামীদিনে কেউ দলের বিরুদ্ধে মন্তব্য করার আগে এই বিষয়ে সতর্ক থাকবেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ৷
আরও পড়ুন :'বাধ্য হয়ে' চোখের জলে মমতার মন্ত্রিসভাকে বিদায় রাজীবের
যদিও রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, দলবিরোধী কাজে ব্যবস্থা নিতে অনেক দেরি করে ফেলল তৃণমূল ৷