কলকাতা, 18 সেপ্টেম্বর:পুজোর (Durga Puja 2022) দিনগুলোতে জনসংযোগে (Public Relations) শান তৃণমূল কংগ্রেসের । দলীয় নেতাদের মানুষের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হল । সাম্প্রতিক অতীতে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই শাসকদলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে । এর উপর যুক্ত হয়েছে কেষ্টর গরু কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া । তাই এ বার বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে সামান্য হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল । আর এই অবস্থায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন দলের কর্মী ও নেতারা মানুষের কাছাকাছি থাকুন ।
সামনের সপ্তাহ থেকে কমবেশি উৎসব শুরু হয়ে যাবে বাংলায় (TMC Guideline)৷ এই অবস্থায় দলের তরফ থেকে প্রত্যেক জেলার সাংসদ, মন্ত্রী, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে উৎসবের দিনগুলোতে পুজো মণ্ডপে মানুষের সমাগমের মধ্যেই থাকতে । দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দিল তৃণমূল । শাসকদলের তরফ থেকে প্রত্যেক জেলায় বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে নিজের নির্বাচনী ক্ষেত্রে থাকুন । যাতে অন্য রাজনৈতিক দল উৎসবের দিনগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে নজর রাখুন । প্রয়োজনে পুজো মণ্ডপের কাছে সরকারের বিভিন্ন কর্মসূচি এবং উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচার করুন । যতটা সময় পাবেন জনপ্রতিনিধিরা যেন মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সঙ্গে মতবিনিময় করেন, প্রয়োজনে পুজোর প্যান্ডেলে গিয়ে বসতে পর্যন্ত বলা হয়েছে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের । মোটের উপর পুজোর দিনগুলোতে মানুষের মেজাজ বুঝতে তাঁদের সঙ্গে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে ।