কলকাতা, 28 সেপ্টেম্বর : মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ নিয়ে অনেক আগেই পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal) অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিল বিজেপি (BJP) ৷ এবার সরাসরি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কিন্তু নন্দীগ্রামের (Nandigram) বিধায়কের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের একটি সূত্র থেকেই এমনটা জানা গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ক পদ ছাড়তে চেয়েছিলেন মুকুল রায় ৷ কিন্তু দলের তরফেই তাঁকে এই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করা হয় ৷ তাই এই মামলায় আদালতের রায় যাই হোক না কেন, তৃণমূল মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের পাশেই থাকবে ।
আরও পড়ুন :Bye-Election : 30 অক্টোবর বাকি চার কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের
ঘাসফুল শিবিরের সূত্র জানাচ্ছে, যদি আদালতের রায়ে মুকুলের বিধায়ক পদ খারিজ হয় ৷ আর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হয়, তখন মুকুল রায় অথবা তাঁর পুত্র শুভ্রাংশু রায়কেই সেখান থেকে প্রার্থী করা হবে । যদিও নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন মুকুলবাবু । সেক্ষেত্রে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুল-পুত্র শুভ্রাংশু ৷
অন্যদিকে বিজেপি সূত্রে খবর, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য মামলার ক্ষেত্রে মূলত মণিপুরের একটি রায়কে ঢাল করতে চলেছে বিজেপি । ওই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে দলত্যাগ বিরোধী আইনে সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিধানসভার অধ্যক্ষকে তিনমাস সময়সীমা বেঁধে দিয়েছিল । এক্ষেত্রেও বিজেপি একই আশা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে । যদিও বিষয়টি নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করছে না তৃণমূল কংগ্রেস । বরং তারা উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ।