কলকাতা, 10 মে : গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপির যুবনেতা অর্জুন চৌরাসিয়ার (BJP Leader Death Case) । এমনকি ঝুলন্ত অবস্থায় পৌঁছনোর আগে পর্যন্ত তাঁর দেহে প্রাণ ছিল । কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিজেপি যুব নেতার ময়নাতদন্তের এই রিপোর্টই পেশ করল আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতাল ।
আর এই রিপোর্ট প্রকাশ্যে রাস্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে সরব হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার মেট্রোপলিটনের তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল তৃণমূল (TMC demands Amit Shah Apology in BJP Leader Death Case) ।
রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী এদিন দাবি করেছেন, ‘‘গত 6 মে অমিত শাহ রাজ্যে এসে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন । তিনি যে অসত্য কথার ফুলঝুরি সাজিয়ে নিয়ে এসেছিলেন, সেকথা আমরা আগেই বলেছিলাম । এবার পোস্টমর্টেম রিপোর্টে প্রমাণ হয়ে গেল অর্জুন চৌরাসিয়ার মৃত্যু গলায় ফাঁস লাগার কারণেই হয়েছে ।’’
তাঁর আরও দাবি, ‘‘বিজেপির তরফ থেকে একটা গল্প তৈরি করা হয়েছিল যে তাঁকে খুন করা হয়েছে ৷ এ দিনের রিপোর্টের পর সেই গল্প আর ধোপে টিকছে না । এমনকি কাউকে যদি খুন করা হয় সেক্ষেত্রে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায় । এক্ষেত্রে তেমন কোনও চিহ্ন পাওয়া যায়নি ।’’
এদিন তিনি দাবি করেছে, ‘‘মানুষকে বিভ্রান্ত করে সমর্থন পেতে মরিয়া বিজেপি । আর সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও তদন্ত ছাড়াই এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে গিয়েছেন । আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই এভাবে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের সমর্থন পাওয়া যাবে না ।’’