পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা - তৃণমূল

ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ দলের তরফে তাঁর নামই ঘোষণা করা হল আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে ৷ যা একেবারেই প্রত্যাশিত ছিল বলে মত ওয়াকিবহাল মহল ৷

TMC declares Mamata Banerjee as candidate for Bhowanipore
By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা

By

Published : Sep 5, 2021, 8:11 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর :প্রত্যাশা মতোই বিধানসভার উপনির্বাচনে ভবানীপুরের (Bhowanipore) প্রার্থী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) ৷ উল্লেখ্য, শনিবার নির্বাচন কমিশন দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করার পর থেকেই উৎসবের মেজাজ ধরা পড়েছিল ভবানীপুরে ৷ শনিবার থেকেই জয় হিন্দ বাহিনী, ভবানীপুর অধিবাসীবৃন্দ থেকে শুরু করে নানা ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু হয় ৷

আরও পড়ুন :Suvendu Adhikari : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর

রাজ্যবাসীর সকলেরই জানা ছিল, দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খুব স্বাভাবিকভাবেই রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ৷ এর পাশাপাশি, বাকি দুই আসনে প্রার্থীর নাম ছিল পূর্ব ঘোষিত। জঙ্গিপুরে প্রার্থী ছিলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন এবং সামশেরগঞ্জে প্রার্থী আমিরুল ইসলাম ৷ তাঁদের ক্ষেত্রে নতুন করে মনোনয়ন জমা দেওয়ার কোনও ব্যাপার না থাকলেও, ভবানীপুর আসনে লড়াইয়ের জন্য শীঘ্রই মনোনয়ন জমা দেবেন মমতা ৷

আরও পড়ুন :Madan Mitra: ভবানীপুরে দেওয়াল লিখন মদনের, বেশি রোদে ঘুরতে নিষেধ মমতার

নির্বাচনের ঘোষিত নির্ঘণ্ট অনুসারে, সংশ্লিষ্ট তিনটি কেন্দ্রেই আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে ৷ সেক্ষেত্রে ভবানীপুর আসনে ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ১৬ সেপ্টেম্বর ৷ সব মিলিয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে ফের একবার ফিরছে ভোটের মেজাজ ৷

ABOUT THE AUTHOR

...view details